জয়পুরহাটের ক্ষেতলালে নবিউলের ইন্দনে (অব:সার্জেন্ট) ওমর শেখ মির্জা দুলু মিলিটারীর বাড়ীতে ঢুকে রিপন,বাচ্চু,বাবু বাহিনীর সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট।
গেল ৫ আগষ্ট-২০২৪ বিকাল আনুমানিক সাড়ে ৫ টা থেকে সাড়ে ৬ টার মধ্যে জেলার ক্ষেলাল উপজেলার কোড়লগাড়ী গ্রামের (১) আজিজুল হক বাচ্চুর ছেলে রিপন,(২)মৃত্যু আব্দুস সালাম এর ছেলে খাজায়ে নুর মোহাম্মদ বাবু,(৩) মৃত্যু আব্দুল জব্বার মন্ডল আজিজুল হক বাচ্চু,সর্ব সাং কোড়লগাড়ী,ক্ষেতলাল,জয়পুরহাট সন্ত্রাসী গণের নেতৃত্বে আরো ১৫-২০ জনের সন্ত্রাসী গ্রুপ সুযোগ বুঝে ছাত্র আন্দোলনের নামে চালিয়ে দেওয়ার জন্য পূর্ব শত্রুতার জের ধরে শুধু মাত্র বিদ্বেষ বশত:লাঠি,রড এবং দেশীয় অস্ত্র দ্বারা বাড়িঘরের দরজা,জানালা,টিভি,ফ্রিজ,চেয়ার-টেবিল,আলমিরা সহ সমস্ত বাড়ির যাবতীয় আসবাবপত্র ও একটি মোটর সাইকেল ভেঙ্গে চুরমার করে বলে জানাগেছে।আর এতে করে ক্ষয়ক্ষতির পরিমান হয়েছে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
আর এ সময় (অব:সার্জেন্ট) ওমর শেখ মির্জা দুলু মিলিটারীর ছোট ভাইয়ের ছেলের চিকিৎসার জন্য জমি বন্ধক রেখে গচ্ছিত রাখা নগদ পাঁচ লাখ (৫,০০০০০)টাকা ও ১ লাখ ২৫ হাজার টাকার মূল্যের হাত ও কানের স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে হামলাকারী সন্ত্রাসীরা।
জানাগেছে,এ ভাংচুর লুটপাট ও নাশকতার ন্যায় অপরাধ মূলক কর্মকান্ডের নেতৃত্ব দানকারীরা বাদীর জমি বর্গাচাষী হোপ গ্রামের মাসুদ মেম্বার,ও রানি পুকুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম,দ্বয়ের কাছ থেকে চাঁদা দাবি করেই চলেছে।না দিলে ধান কাটতে দিবে না ও প্রাণ নাশ করা হবে বলে হুমকি প্রদর্শন করে চলেছে।
সংঘবদ্ধ এই সন্ত্রাসীরা বাদীর প্রায় ১০ বিঘা জমি জোরপূর্বক বেদখল করেছে।আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সম্পত্তির দখল ছেড়ে দেননি তারা।এ সব বিষয়ে সমস্ত ডকুমেন্টস মামলার বাদীর কাছে রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন,যে কোন মূল্যে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে হেওপ্রতিপন্ন,হয়রানি ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত এমন কি আমাদের প্রাণ নাশের কু-মতলবে বাদী ও বাদীর পরিবারের বিরুদ্ধে একটার পর একটা ষড়যন্ত্র মূলক ভাবে মিথ্যা মামলা দিয়েই চলেছে।
সংঘবদ্ধ ঐ ভূমি জবর দখলকারী সন্ত্রাসী চক্রের নেপথ্যের নায়ক,ইন্দন দাতা জেলার ক্ষেতলাল উপজেলার মুন্দাইল গ্রামের মৃত্যু নূরুল ইসলাম চৌধুরীর ছেলে নবিউল ইসলাম,মোবাইল নং -০১৭১১ ০৫৫৯৯৭।এ দুষ্ট চক্রের নেপথ্য নায়কের অপরাধের দায়ে ক্ষেতলাল থানায়-সন্ত্রাসী, চাঁদাবাজি,ধর্ষণের ন্যায় একাধিক মামলাও রয়েছে।যার দুটি মামলার নাম্বার উল্লেখ করা হলো, (১) ক্ষেতলাল থানার মামলা নং – ৮(৭)১৫,তারিখ:০৯/৭/২০১৫ ইং ,ধারা- ১৪৩/৩২৩/৩৪১/৩৭৯/ ৫০৬/৩৮৫/১১৪/৩৪, (২) মামলা নং-১৩(৮)১৫,তারিখ:২৭/৮/২০১৫ ইং,ধারা- ৩৮৫/৫০৬(১১)/৩৪
এছাড়াও ক্ষেতলাল উপজেলায় অনুসন্ধান পরিচালনা করলে নেপথ্য নায়কের অসংখ্য অপরাধের তথ্য বেরিয়ে আসবে জানিয়ে তিনি আরও বলেন,সে কোন রাজনৈতিক দলের নয়,কিন্তু বিভিন্ন সময় ক্ষমতার পালা বদলে বিভিন্ন দলের নাম পরিচয় বহন করে স্বার্থ আসিলের জন্য।
প্রাণের ভয়ে জমিতে যেতে পারেননা।স্থনীয় প্রশাসনের কাছে এমন আকুল আবেদন জানিয়ে ভুক্তভুগিরা বলেন,সন্ত্রাসী,চাঁদাবাজ,জোরপূর্বক ভুমি দখলকারী সংঘবদ্ধ এই ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যদিয়ে,জমি উদ্ধার সহ উল্লেখিত,বাড়িঘর ভাঙচুরের ক্ষতিপূরণ,লুট করে নিয়ে যাওয়া স্বর্ণালংকার ও গচ্ছিত টাকা আদায় পূর্বক দেশে প্রচলিত আইনে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে এমনটায় আশা করেন ভুক্তভুগির পরিবার।
সংবাদ লেখা পর্যন্ত এ সন্ত্রাসী হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনায় ক্ষেতলাল থানায় মামলার প্রস্তুতি চলছে এবং একই মামলা সংক্রন্ত একটি আবেদন মেজর অস্থায়ী সেনা ক্যাস্প জয়পুরহাট বরাবরে দেওয়া হয়েছে বলে জানা গেছে।সরেজমিন,মামলার প্রস্তুতি সূত্রে,মামলার বাদী ওমর শেখ মির্জা দুলুর (অব:সার্জেন্ট) দেওয়া তথ্য ও নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষ দর্শীদের তথ্যের ভিত্তিতে সংবাদে এসব তথ্য উঠে এসেছে।
ইচ্ছে করলেই একজনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করবে দেশটা কি মগেরমুল্লুক নাকি?এমনটায় প্রতিবাদ জানিয়ে,এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সচেতন ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজ উল্লেখিত ঘটনার,ইন্দনদাতা,নেতৃত্বদানকারী সহ সকল চিহ্নিত অপরাধীদেরে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন,যাতে করে এলাকায় পুনরায় এধরনের সন্ত্রসী কর্মকাণ্ড আর সংঘটিত না হয়।