বাংলাদেশের সুনামধন্য কোম্পানি রাণী ফুড ইন্ড্রস্ট্রিজ লিমিটেড এর মাসিক সেলস মিটিং অনুষ্ঠিত হয়।
৬ সেপ্টেম্বর (শুক্রবার) দিন ব্যাপী রংপুর ধাপ এলাকায় অবস্থিত রাইয়ান’স হোটেল এন্ড রেস্টুরেন্টে গোল্ডমার্ক-এ গ্রুপ এর মাসিক সেলস মিটিং অনুষ্ঠিত হয়।
এ উপস্থিত ছিলেন গোল্ডমার্ক-এ গ্রুপের হেড অফ সেলস সাজ্জাদুল হক, নর্থ জোনের এ-গ্রুপের সিনিয়র সেলস ম্যানেজার জহিরুল হক, রংপুর রিজনের এ এস এম শফিকুল ইসলাম, কুড়িগ্রাম টেরিটরির টি এস এম দুলাল হকসহ বিভিন্ন এলাকার বিক্রয় প্রতিনিধি গন। এই মিটিং-এ বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল গত মাসের সেলস বিশ্লেষণ, সমস্যা নির্ণয় ও এর সমাধান।
এ সময় কোম্পানির হেড অফ সেলস সাজ্জাদুল হক সেপ্টেম্বর মাসের কর্ম পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, যে সকল প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা আগস্ট মাস অতিক্রম করেছি, আশা করছি সকল সমস্যা উপেক্ষা করে আমরা এই মাসে সবাই ঘুরে দাঁড়াবো এবং সফলতার মুখ দেখতে পারব। আমরা সর্বদাই চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার জন্য। সেপ্টেম্বরে টার্গেট করে আপনারা নতুন কিছু চমক নিয়েই হাজির হবেন।
অনুষ্ঠানে সেপ্টেম্বর মাসে সকল হান্ডেট প্লাস পারফর্মারদের পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্ততাগণ বিক্রয় প্রতিনিধিগনের সাফল্য ও কোম্পানির সফলতা কামনা করেন।