বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই হাউস অব লর্ডসে বিশেষ সম্মাননায় ভূষিত কর্ণফুলীতে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন গ্রেফতার শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পে ১৩৫টি উন্নয়ন কাজ বাস্তবায়ন শেরপুরে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

জয়পুরহাটে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।  

জয়পুরহাট প্রতিনিধি: / ৭১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

০৫ অক্টোবর-২০২৪।জয়পুরহাটে ২৯০ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব ঘীরে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব ঘীরে এ ধর্মাবলম্বীদের মাঝে এখন শুধুই চলছে সাজ সাজ রব।
জেলার পূজা মণ্ডপ গুলোতে চলছে শেষ মুহূর্তের তুলির আঁচড়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় উৎসব উদযাপনের জন্য সরকারি ভাবে প্রতিটি পূজা মন্ডপের জন্য ইতোমধ্যেই ৫শ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতিবছরের ন্যায় এবারও এ উৎসবকে ঘীরে ঢাকের তালে শিল্পীর কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ জেলায় এসেছেন দেবী তৈরীর কারিগরেরা।রাত দিন ব্যস্ত সময় পার করছেন তারা প্রতিমা তৈরী নিয়ে।
জেলায় সরেজমিন  বিভিন্ন ঘুরে কারিগরদের সাথে কথা বলে জানা যায় , খড়,কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপূণ হাতে কারিগররা তৈরী করছেন এ প্রতিমা।পূজার দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে,শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে।কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা,লক্ষ্মী,সরস্বতী,গণেশ-কার্তিক ও অসুরের প্রতিমা। কিছু কিছু মণ্ডপে প্রতিমা তৈরীর  কাজ শেষ চলছে রং তুলির কাজ। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে আসা প্রতিমা তৈরীর প্রধান কারিগর স্বপনীল ও সহকারী হিমেলের সাথে কথা হয় জেলা শহরের ঐতিহ্যবাহী শিবমন্দির চত্বরে।তারা জানান,প্রতি বছরের ন্যায় এবারও জেলায় ৫ টি মন্ডপে প্রতিমা তৈরীর কাজ হাতে নিয়েছেন।কাজ শেষ পর্যায়ে এখন এখন চলছে রঙ তুলির আঁচর।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় এবার ২শ ৯০টি মন্ডপে দূর্গাপূজার আয়োজন চলছে।এর মধ্যে সদরে ১১৩ ,কালাই ২৩ , ক্ষেতলাল ৪০ ,আক্কেলপুর ৩৮ও জেলার পাঁচবিবি উপজেলায় ৭৬ টি পূজা মন্ডপে রয়েছে।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব এ্যাড: স্বপন তালুকদার বলেন,প্রত্যেক মণ্ডপে আমাদের নিজস্ব সেচ্ছা সেবক দল কাজ করছে।প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে।এ ছাড়াও বিএনপি,জামায়াত সহ অন্যান্য দলগুলোও যোগাযোগ রাখছে বলেও জানান,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ হৃষিকেশ সরকার।
জয়পুরহাটে পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব বলেন, প্রতিটি পুজা মন্ডপে ৫ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। সাধারণ পুলিশ সহ সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।মাঠে সেনাবাহিনীর মোবাইল টিম কাজ করবে বলেও জানান তিনি।পুজার সার্বিক নিরাপত্তা ও মনিটরিং জোরদার করার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে বলেও জানান পুলিশ সুপার ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল করিম জানান,সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদ্যাপন করতে পারেন সেজন্য সরকারি ভাবে প্রতিটি মন্ডপের জন্য ইতোমধ্যে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
উল্লেখ্য,২ অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে জেলার সবখানে।এ ছাড়া ৯ অক্টোবর ষষ্ঠী পুজার মধ্য দিয়ে শুরু হবে দুূর্গোৎসবের আনুষ্ঠানিকতা, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী, ১২ অক্টোবর নবমী এবং ১৩ অক্টোবর বিজয়া দশমী ও ওই দিন প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় দুর্গপূজার উৎসব সমাপ্তি ঘটবে বলে জানান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ হৃষিকেশ সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর