মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

ঝিনাইগাতীতে সবজির বাজার উর্ধগতি হিমসিম খাচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের দাম, কাঁচাবাজার, মাছ-মাংস, এমনকি মসলাজাতীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিভিন্ন পণ্যের দাম সময়ে সময়ে সামান্য ওঠানামা করলেও বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে। ভরা মৌসুমেও লাগামহীন দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি।

১০ই ডিসেম্বর সরেজমিনে দেখা গেছে, শীত মৌসুমেও বেশির ভাগ সবজির দাম আকাশচুম্বী। এছাড়া মাছ, চিনি, চাল, আটা, ডাল আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে।

বাজারে সবজির মধ্যে নতুন আলুর আধিক্য থাকলেও দাম কমছে না। নতুন আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। বাজারে এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা।

স্থানভেদে পাকা টমেটো ৮০ থেকে ৯০ টাকা, কাঁচা টমেটো ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন জাতের বেগুন ৫০-৬০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

স্থানভেদে কাঁচা মরিচ ৭০ থেকে ৮০ টাকা কেজি, শসা ৪০ থেকে ৫০ টাকা।সয়াবিন তেল -১৭৫,পাম ওয়েল-১৪৫ থেকে ১৫০ টাকা।

প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপির দাম আকার ভেদে ৩০ থেকে ৫০ টাকা, জায়গা ভেদে একটু কম-বেশি বিক্রি হচ্ছে। লাউ-কুমড়ার আকার ভেদে প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা। সিম-৬০,লাল শাক ২০-৩০ টাকা, লাউ শাক ৩০-৪০ টাকা, পালং শাক ৪০-৫০ টাকা, কলমি ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মাংসের বাজারে দেখা গেছে, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।

খামারের মুরগি স্থানভেদে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। এ ছাড়া সোনালি ও লেয়ার মুরগি প্রতি কেজি ১০ থেকে ২০ টাকা বেড়ে অবস্থান ভেদে বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ৩৩০ থেকে ৩০০ টাকায়।

গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। খাসির মাংস আগের মতোই বিক্রি হতে দেখা গেছে ১০৫০ থেকে ১১০০ টাকায়।

মাছের বাজারে গিয়ে দেখা যায়, পাঙ্গাস বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকায়। চাষকৃত তেলাপিয়া ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। আকার ভেদে রুই-কাতলার দাম প্রতি কেজি ২৮০থেকে ৩০০ টাকা এবং চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর