বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন 

শেরপুরে সেনা সদস্য হত্যার প্রধান আসামী রঞ্জু গ্রেফতার

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : / ১২০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুর জেলার সদর উপজেলায় সেনা সদস্য ওয়াসিম আকরাম (২৬) হত্যা মামলার প্রধান আসামী মো. রঞ্জু মিয়া (৩৩)কে গ্রেফতার করেছে  র‍্যাব।

শুক্রবার (১৩ডিসেম্বর) সকালে তাকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আমডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রঞ্জু মিয়া সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া এলাকার মো. আব্দুস সালামের ছেলে।

 

র‍্যাব জানায়, গেলো ২ডিসেম্বর সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চরশেরপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছামাত্র সেনা সদস্য ওয়াসিম আকরামকে তার চাচা-জ্যাঠা ও চাচাতো ভাইসহ অন্যান্য আসামীরা পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা উপর্যুপরি কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে আহতের স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিম আকরামকে মৃত ঘোষণা করে।

 

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো.জসিম উদ্দিন বাদী হয়ে ৩ডিসেম্বর শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এর পর থেকেই আসামীরা আত্মগোপনে চলে যায়।

এই ঘটনার পর র‌্যাব-১৪, জামালপুর ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে। এরি ধারাবাহিকতায় গোপনে সংবাদ পেয়ে শুক্রবার সকালে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সেনা সদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার প্রধান আসামী মো. রঞ্জু মিয়াকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আমডাঙ্গা এলাকা থেকে
গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃত রঞ্জু মিয়াকে উক্ত মামলায় শেরপুর সদর থানায় শুক্রবার দুপুরে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, নিহত সেনা সদস্য ওয়াসিম আকরাম ঘটনার ১ সপ্তাহ আগে ছুটিতে বাড়ীতে এসেছিলো। আর খুনিরা আপন চাচা, জ্যাঠা ও চাচাতো-জ্যাঠাতো ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর