রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মনোহরগঞ্জে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক শেরপুরে অটোরিকশা চালক বাবার শিশু কন্যা আয়শা সিদ্দিকা বাঁচতে চায়, তার হার্টে ছিদ্র-বাল্বেও সমস্যা  জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট এর নতুন মহাসচিব মোঃ সোয়েব রহমান। শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পর ডোবা থেকে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার । আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার উদ্যোগে শাহপরান থানা ওসির সাথে উন্মুক্ত আলোচনা সভা। সাজাপুর ফুলতলা সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাদি হত্যার প্রতিবাদে ভুরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল তাহিরপুরে আ,লীগের ডেভিলরা প্রকাশ্যে চলাচল ক্ষোভ বিএনপি নেতার ষ্ট্যাটাস সৎ মানবাধিকার সংবাদকর্মী বগুড়ার জেলার লতিফুর রহমান আর নেই, বিভিন্ন মানবাধিকার নেতাদের শোক। তাহিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হিন্দু পরিবারের বোরো জমি দখল

খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম পরম পবিত্র ওরস শরীফের প্রস্তুতি প্রায় সম্পন্ন।

চৌহালী প্রতিনিধি : / ১০০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

চৌহালী প্রতিনিধি :

সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত “বিশ্ব শান্তি মঞ্জিল” এনায়েতপুর পাক দরবার শরীফের ১১০তম পরম পবিত্র ওরস শরীফের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটি জানিয়েছে, অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আগত জাকেরান ও মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। এবারের ওরস শরীফে দেশ-বিদেশ থেকে বহু ভক্তের সমাগম আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ওরস শরীফ একটি ধর্মীয় অনুষ্ঠান, যেখানে ভক্তরা পবিত্র স্থানসমূহে সমবেত হয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। এ ধরনের অনুষ্ঠান সাধারণত সুফি সাধকদের স্মরণে আয়োজিত হয় এবং এতে ধর্মীয় প্রার্থনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।আয়োজক কমিটি সকল ভক্তকে সময়মতো উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানিয়েছে। তারা আরও জানিয়েছে, জাকেরান ও মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত যানবাহন ও আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

উক্ত ওরস শরীফ আগামী ২১শে পৌষ ১৪৩১ বাংলা, ৪ই রজব ১৪৪৬ হিজরী, ৫ই জানুয়ারি ২০২৫ ই; রোজ রবিবার লক্ষ লক্ষ আশেকান ও জাকেরানদের উপস্থিতিতে এই পরম পবিত্র ওরস শরীফ উদযাপিত হবে।

খাজা শাহ্ মো: ইউনুস আলী এনায়েতপুরী (রহঃ) ছিলেন একজন প্রখ্যাত ইসলামিক সাধক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশে ইসলাম প্রচার ও আধ্যাত্মিক দিকনির্দেশনার জন্য বিখ্যাত। বিশ্ব শান্তির মহাসাধক খাজা শাহ্ মো: ইউনুস আলী এনায়েতপুরী (রহঃ) সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর গ্রামে এক বিশুদ্ধ ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

খাজা শাহ্ মোঃ ইউনুস আলী এনায়েতপুরী (রহঃ) ছোটবেলা থেকেই ধর্মচর্চায় অনুরাগী ছিলেন। পরবর্তীকালে, তিনি আধ্যাত্মিকতা ও তরিকতের পথে নিজেকে উৎসর্গ করেন। তিনি একজন খ্যাতিমান পীর ও আলেম হিসেবে পরিচিতি লাভ করেন এবং বহু মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ করেন। তার আধ্যাত্মিক শক্তি ও জ্ঞান দেখে বহু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন।

খাজা শাহ্ মোঃ ইউনুস আলী এনায়েতপুরী (রহঃ) তার জীবদ্দশায় ইসলাম প্রচার ও মানুষকে সঠিক পথে পরিচালিত করতে অসংখ্য উদ্যোগ গ্রহণ করেন। তিনি সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার প্রচার করেন। তার উপদেশ ও শিক্ষার ফলে অনেক মানুষ ইসলামিক আদর্শ গ্রহণ করে এবং তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলে।

খজা শাহ মোঃ ইউনুস আলী এনায়েতপুরী (রহঃ) ওফাত করার পর সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর পাক দরবার শরীফেই সমাহিত হন। সেখানে তার মাজার শরীফ অবস্থিত, যা বহু ধর্মপ্রাণ মানুষের কাছে আধ্যাত্মিক তীর্থস্থান হিসেবে পরিচিত। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ খাজা এনায়েতপুরী (রহঃ) এর মাজার শরীফ জিয়ারত করতে আসেন এবং তাদের মনের মকসুদ পূরণের লক্ষ্যে খাজা এনায়েতপুরী (রহঃ) এর উসিলা নিয়ে আল্লাহপাকের দরবারে প্রার্থনা করেন।

প্রতি বছর “বিশ্ব শান্তি মঞ্জিল” এনায়েতপুর পাক দরবার শরীফে বাৎসরিক পরম পবিত্র ওরছ শরীফ উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবছরও পরম পবিত্র ওরছ শরীফ আগামী ২১শে পৌষ ১৪৩১ বাংলা, ৪ই রজব ১৪৪৬ হিজরী, ৫ই জানুয়ারি ২০২৫ ই; রোজ রবিবার সমগ্র বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আগত লক্ষ লক্ষ আশেকান ও জাকেরানদের উপস্থিতিতে সকাল দশ ঘটিকায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পরম পবিত্র ওরস শরীফ ২০২৫ ইং এর সমাপ্তি ঘটবে। পরম পবিত্র ওরস শরীফ ২০২৫ ইং এর আখেরী মোনাজাত পরিচালনা করবেন খাজা শাহ মোঃ ইউনুস আলী এনায়েতপুরী (রহঃ) এর ৩য় সাহেবজাদা ও “বিশ্ব শান্তি মঞ্জিল” এনায়েতপুর পাক দরবার শরীফের সাজ্জাদান-নশীন খাজা শাহ্ মোঃ কামাল উদ্দিন নুহু মিয়া।

সাত্তার আব্বাসী
০১৭১১৪৭৫৭৫২
২৩.১২.২০২৪ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর