বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের আহবান তামাক বিরোধী তরুন ফোরামের

স্টাফ রিপোর্টার:: / ৫১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:

তরুণ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাসের দাবি জানিয়েছে তামাক বিরোধী তরুন ফোরাম।মঙ্গলবার (২৮ জানুয়ারি) নারী মৈত্রীর আয়োজনে তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় “তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তরুণদের করনীয়” শীর্ষক এক মতবিনিময় সভায় এ দাবি জানান তারা।

আলোচনার বিষয়বস্তু উপস্থাপন করেন নারী মৈত্রীর প্রজেক্ট কো–অর্ডিনেটর নাসরিন আক্তার। এ সময় তিনি বলেন, প্রতিবছর তামাক সেবনের কারণে বাংলাদেশে ১ লাখ ৬১ হাজার মানুষ প্রাণ হারান। এছাড়া ‘গ্লোবাল ইয়ুথ টোব্যাকো জরিপ’ অনুযায়ী বাংলাদেশে প্রায় ১২ শতাংশ কিশোর-কিশোরী নিয়মিত ধূমপানে আসক্ত, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গভীর অশনি সংকেত। এই মর্মান্তিক পরিসংখ্যান আমাদের জনস্বাস্থ্য ও জীবন রক্ষার ক্ষেত্রে গভীর এক সংকট সৃষ্টি করেছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলে (এফসিটিসি) স্বাক্ষরকারী প্রথম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তবুও ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন এবং প্রণোদনা নিষিদ্ধের ক্ষেত্রে সর্বোত্তম মান অর্জনে আমরা এখনও পিছিয়ে আছি।

নাসরিন আক্তার বলেন, এফসিটিসির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তামাক নিয়ন্ত্রণ আইনের যে সংশোধনীগুলো প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ সংশোধনী গুলো হচ্ছে পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা, তামাক পণ্যের প্রদর্শন নিষিদ্ধ করা, ই-সিগারেটেনিষিদ্ধ করা, তামাক কোম্পানির যেকোনো ধরনের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি পুরোপুরি নিষিদ্ধ করা, বিড়ি-সিগারেটের খুচরা শলাকা, মোড়কহীন ও খোলা ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা এবং সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০-৯০ শতাংশ বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তামাক বিরোধী তরুন ফোরাম এর আহবায়ক আশরাফিয়া বলেন ” আমাদের নিজেদের কণ্ঠস্বর বলিষ্ঠ করতে হবে। উপদেষ্টা পরিষদের সামনে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীগুলো পাসের দাবি জোরালোভাবে উপস্থাপন করতে আমরা এগিয়ে আসবো, আমরা চাই আমাদের সুস্থ ভবিষ্যৎ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক হাসনাত বলেন ” তরুণ প্রজন্মকে তামাকের প্রভাব থেকে দূরে রাখতে আমাদেরকে তামাকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। । আমাদের মতো তরুণদের লক্ষ্য করে তামাক কোম্পানিগুলো আগ্রাসনী প্রচারণা চালাছে। তামাক কোম্পানিগুলোকে রুখতে না পারলে, তরুণরা দেশের সম্পদ না হয়ে বোঝা হয়ে দাঁড়াতে পারে। তাই তরুণদের রক্ষায় তামাক কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করতে আইনের সংশোধন এখন সময়ের দাবী।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর