বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সুনামগঞ্জের জয়নগর এলাকায় সুরমা নদীতে পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ ৩১টি গরু এবং নৌকসহ ২জন আটক স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই হাউস অব লর্ডসে বিশেষ সম্মাননায় ভূষিত কর্ণফুলীতে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন গ্রেফতার শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পে ১৩৫টি উন্নয়ন কাজ বাস্তবায়ন শেরপুরে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

শেরপুরের নালিতাবাড়ীতে ব্র্যাকের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ২৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে ব্র্যাক মাল্টিগ্রেড ও এক্সিলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার উপজেলা সভাকক্ষ মেঘমালায় এই আয়োজন করে ইএমডিসি প্রকল্প ব্র্যাক শিক্ষা কর্মসূচি।

জামালপুর ব্র্যাক শিক্ষা কর্মসূচি- ইএমডিসি প্রকল্পের বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সারোয়ার জাহান প্রমুখ।

সূত্র জানায়, করোনা ভাইরাসের আকস্মিক প্রাদুর্ভাবের ফলে ১৮ মাসের জন্য বাংলাদেশের সকল শ্রেণিকক্ষে পাঠদাসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। এসময় শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বৃদ্ধি পেতে থাকে। যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রকল্প “আউট অব স্কুল চিলড্রেন (ইওপি)” এর মাধ্যমে সুবিধাবঞ্চিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য এক্সিলারেটেড মডেলে শিক্ষার ব্যবস্থা করা হয়।
১০ মাসের এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের একটি ক্যাচ-আপ কম্পোনেন্ট (ব্রিজ কোর্স) এবং ৬ মাসের নির্দিষ্ট শ্রেণিভিত্তিক শিক্ষণ প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের পূর্বের শিক্ষার ঘাটতি পূরণ করে পুনরায় আনুষ্ঠানিক স্কুলে ফিরিয়ে আনতে সাহায্য করছে।

ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ‘ইওপি’ প্রকল্পটির চতুর্থ বর্ষ চলছে এবং প্রায় ৪৮ হাজার ৭৫০ জন শিক্ষার্থী ১ হাজার ৯৫০টি ব্র্যাক স্কুল থেকে এই মডেলে শিক্ষা সম্পন্ন করছে এবং আরও ৩০ হাজার শিক্ষার্থী ১ হাজার ২০০টি ব্র্যাক স্কুলে অধ্যয়নরত আছে। পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পটির শেষে ১ লাখ ৪৭ হাজার ৫০০ জন শিক্ষার্থী প্রায় ৫ হাজার ৯০০টি এককক্ষবিশিষ্ট স্কুল থেকে ১০ মাসের এক্সিলারেটেড মডেলে শিক্ষা লাভ করবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী , গনমাধ্যমকর্মী ও ব্র্যাকের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর