অদ্য ০৪/০১০/২০২৪ইং শনিবার সকাল ১১টায় সাতমাথায় বগুড়া বেকারী এন্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের রেজিঃ নং রাজঃ ১৭০৫ এর চাকুরীচ্যুত শ্রমিকদের কাজের পুনর্বহল বকেয়া বেতন পরিশোধ, ঈদ উৎস বোনাস ১ মাস সমতুল্য প্রদান, বকেয়া বেতন পরিশোধ শ্রমিকদের উপর মালিকরেদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবীতে সংগঠনের সভাপতি একরাম হোসেন সভাপতিত্বে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব ফিরোজ, সংগঠনের সকল দাবির উপর বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ রাঙ্গা।
উক্ত মানবন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বগুড়া জেলা সম্মিলত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব লিটন শেখ বাঘা, বাংলাদেশ জাতীয় মানবাধিকার এ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, বগুড়া জেলা জাগপা সভাপতি মোখলেছুর রহমান ও মীর ওসমান আলী শুভ শেখ, বগুড়া পৌরসভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ পেস্তা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শ্রমিন নেতা আল আমিন, বগুড়া মূদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, সহ—সভাপতি গুলজার হোসেন, হোটেল রেস্তরাঁ শ্রমিক নেতা, আসাদ মিয়া, শ্রমিক ফ্রন্ট এর সভাপতি সাইফুজ্জামান টুটুল, বাসত নেত্রী দিলরুবা আক্তার নুরী, বেকারী এন্ড কনফেকশনারী শ্রমিক নেতা— শাহিনুর রহমান সুমন, মুকুল মিয়া, নজরুল হক, এরশাদ আলী, শহিদুল ইসলাম, দুখু মিয়া, গোলাম মোস্তফা, হেলাল, শরিফুল ইসলাম, একরামুল হক, সামিউল, মাইন, প্রমুখ।।