
বরগুনা সদর উপজেলা ৩ নং ফুলঝুরি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গুদিঘাটা গ্রামে বসতবাড়ির জমির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ২ জনকে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, বাড়ির সামনে সীমানা আটকে বেড়া দেয় শহিদুল ইসলাম (৪৫)। নূরুন নাহার তাদের জমি দাবি করে বাঁধা দিতে গেলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাঁধা দিতে যাওয়া নূরুন নাহারকে শহিদুল ইসলাম ও তার স্ত্রী টানাহেঁচড়া করে বাড়ির সামনে ফেলে এলোপাতাড়ি মারধর করে। নূরুন নাহারের স্বামী গিয়াস উদ্দিন স্ত্রীকে উদ্ধার করতে দৌড়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে শহিদুল ইসলাম ও তার স্ত্রী মাহমুদা (৩৫)।
বিক্ষুব্ধ স্থানীয়রা বলেন, জমির সীমানা দেওয়াকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন ও তার স্ত্রীকে মারধর করেছে শহিদুল। শহিদুল ইসলাম সন্ত্রী প্রকৃতির লোক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এমনকি তার নিজ গর্ভধারিণী মাকেও মারধর করেছে।
এদিকে অভিযুক্ত শহিদুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় নি। ক্ষুদে বার্তা দিলেও এ সংবাদ লেখা পর্যন্ত তার কোনো সারা মেলেনি।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,ফুলঝুরিতে জমির সীমানা নিয়ে একটি মারধরের ঘটনা সংঘটিত হয়,এ সংক্রান্তে অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।