নন্দীগ্রামে উপজেলা যুবদল নেতৃবৃন্দের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দদের সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত
আরমান হোসেন ডলার ( প্রতিবিশেষনিধি) বগুড়াঃ
/ ১৭
বার দেখা হয়েছে
আপডেট:
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
শেয়ার করুন
আরমান হোসেন ডলার ( প্রতিবিশেষনিধি) বগুড়াঃ নন্দীগ্রাম উপজেলা জাতীয়তাবাদী যুবদল কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা রুবেল ভাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
১১ই নভেম্বর রোজ মঙ্গলবার নন্দীগ্রাম দলীয় কার্যালয় এ সাক্ষাৎ ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলার সাবেক ছাত্রনেতা, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার এর নেতৃত্বে নন্দীগ্রাম উপজেলা ও বগুড়া জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাক্ষাৎ ও আলোচনায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা রক্ষার উপায়সহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির পরবর্তী গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জাতীয়তাবাদী আদর্শে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাটি ছিল দিকনির্দেশনামূলক, প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক—যা নন্দীগ্রাম উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।।