বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল

আমির হোসাইন স্টাফ রিপোর্টার: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আমির হোসাইন স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলা বারের সিনিয়র সদস্য ও বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা এলাকার সন্তান অ্যাডভোকেট মো: আবুল বাসার ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

২০০৯ সালে সুনামগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনে আইনজীবী হিসেবে নিবন্ধিত হয়ে অ্যাডভোকেট আবুল বাসার দীর্ঘদিন নিষ্ঠা ও সুনামের সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি সততা, দক্ষতা এবং মানবিক আচরণের জন্য সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত সম্মানিত।

মরহুম বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক আমির হিসেবেও দায়িত্ব পালন করেন। নির্বাচন প্রচারণার অংশ হিসেবে পলাশবাজার এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ছাতারকোনা-হালাবাদী ঈদগাহ মাঠের সভাপতিও ছিলেন। তার মৃত্যুতে ছাতারকোনা এলাকা, আইনজীবী সমাজ, রাজনৈতিক সহযোদ্ধা ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সুনামগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন—“অ্যাডভোকেট আবুল বাসারের মৃত্যুতে আমরা একজন সৎ, আদর্শবান ও মানবিক গুণসম্পন্ন আইনজীবীকে হারালাম।”

মরহুমের নামাজে জানাজা ও দাফন পরিবারের পরামর্শক্রমে পরবর্তীতে জানানো হবে।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করুন—আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর