মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের তুলসীমালা ট্রেনিং কাম কনফারেন্স রুমে এই আয়োজন করা হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতার শুভারম্ভ হয়। দিবসটি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) বনানী দেবনাথ ও সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আশরাফুজ্জামান।
কেপ এর সাধারণ সম্পাদক নূর মোহাম্মদের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম।
এসময় শেরপুর জেলার বিএনএফ এর ১৫ টি সহযোগী সংগঠনের প্রধান ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা তাদের প্রাপ্ত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং তাদের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান এর পথসুগম হওয়া সহযোগী সংস্থা ও বিএনএফকে ধন্যবাদ জানান।