আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া :
মহান বিজয় দিবস উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির উদ্যোগে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে সংগঠনের সাধারণ সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে জেলা কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
জেলা কমিটির সভাপতি মোঃ তানভীর আহসান হাবীব এর সার্বিক সহযোগিতায় শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জিসাস বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি মার্জান আহাত, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, শহর কমিটির সভাপতি প্রভাষক মোঃ জহুরুল ইসলাম, জেলা ও শহর কমিটির কার্যনির্বাহী সদস্য মোঃ জিম মন্ডল, মোঃ বোরহান মন্ডল, মোঃ মানিক হোসেন, মোঃ কাওসার, মোঃ শাকিল, মোঃ আব্দুর রশিদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বিজয় দিবস আমাদের জন্য গর্বের, অনুপ্রেরণার ও দায়িত্বের দিন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে দেশপ্রেম, গণতন্ত্র ও সাংস্কৃতিক মূল্যবোধে গড়ে তুলতে জিয়া সাংস্কৃতিক সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে।
তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।।