বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন 

জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক / ৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

জমির কাগজপত্র জালিয়াতি, একাধিক মিথ্যা মামলা এবং দীর্ঘদিন ধরে হুমকি-ধমকি ও মারধরের অভিযোগ এনে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টায় লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের উত্তর হরিণা মেহের আলী সিকদার পাড়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মোঃ এহসানুল হক। তিনি মৃত আমির আহমদ মাস্টারের ছেলে এবং আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে মোঃ এহসানুল হক অভিযোগ করেন, তাদের পারিবারিক মৌরসী ও যৌথ মালিকানাধীন স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর আধুনগর ইউনিয়নের হাসান মেম্বার গং, প্রকাশ লেংগ্যা হাসান ওরফে ডাকাত হাসান, অবৈধভাবে দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। এ উদ্দেশ্যে অভিযুক্তরা জমির কাগজপত্র জাল-জালিয়াতি করে একের পর এক মিথ্যা মামলা সাজিয়ে তার পরিবারকে হয়রানি করছে।

তিনি বলেন, গত ১৯ মার্চ ২০২৪ ইং তারিখ থেকে অদ্যাবধি অভিযুক্তরা প্রতিনিয়ত হুমকি-ধমকি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পুরো পরিবারকে জিম্মি করে রেখেছে। এতে করে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগীর পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় তিনি লোহাগাড়া থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। এর মধ্যে রয়েছে—
১৯/০৩/২০২৪ ইং তারিখে জিডি নং ৮৭৭ এবং ০৪/০৫/২০২৫ ইং তারিখে জিডি নং ২৬৪।

এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে একাধিক সি.আর মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য—
সি.আর মামলা নং ১৭৮/২৪, দায়ের তারিখ ২৭/০৫/২০২৪, ১৯/০৫/২০২৪, ০৭/১০/২০২৪, ০৪/০৯/২০২৪ এবং ১৯/১১/২০২৪। মামলাগুলো বর্তমানে সংশ্লিষ্ট আদালতে বিচারাধীন রয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে মোঃ এহসানুল হক বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ, লোহাগাড়া থানা, সাতকানিয়া দেওয়ানি আদালত এবং চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিষয়টি চলমান থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ও স্থায়ী প্রতিকার পাওয়া যায়নি।

এ অবস্থায় তিনি দেশের গণমাধ্যমকর্মী, প্রশাসন এবং বিজ্ঞ আদালতের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত লেংগ্যা হাসান ওরফে ডাকাত হাসান গংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তার পরিবারকে রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর