মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নকলায় একটি দোকান থেকে টিসিবির বরাদ্দকৃত মালামাল জব্দ করেছে যৌথবাহিনী। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের জাহিদ এন্টারপ্রাইজ-এ পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে মালামাল জব্দ এবং জড়িত দুইজনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন বেলায়েত হোসেন (৬১) ও শহিদুল ইসলাম (৪০)।
সূত্রে জানা যায়, আওয়ামী লীগ আমলে ডিলারশীপ প্রাপ্ত শহিদুল ইসলামের কাছ থেকে ৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যবসায় শেয়ার হয় বেলায়েত হোসেনের। এরপর অনুপস্থিত কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত চাল, ডাল, চিনি ইত্যাদি পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করে, বেলায়েত হোসেন তা তার মালিকানাধীন দোকানে বাজারমূল্যে বিক্রি করেন।
এই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে বেলায়েত হোসেনের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে টিসিবির বরাদ্দকৃত ২শ কেজি চাল, ৫৪ লিটার তেল, ১০ কেজি চিনি, ২৬ কেজি ডাল এবং কিছু অন্যান্য পণ্য জব্দ করা হয়। এসময় জড়িত থাকার অভিযোগে বেলায়েত হোসেন ও শহিদুল ইসলামকে আটক করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে নকলা থানায় নিয়মিত মামলা করা হচ্ছে।