বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার

শাড়ি, লুঙ্গী ও গামছার রংয়ের স্থায়িত্ব পরীক্ষা না করে উৎপাদন ও বিক্রয় করায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

তাঁত শিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জের বেলকুচিতে শাড়ি, লুঙ্গী ও গামছার রংয়ের স্থায়িত্ব পরীক্ষা না করে উৎপাদন ও বিক্রয় করায় দুইটি তাঁত কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠান দুটিকে আগামী সাতদিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

বুধবার বেলকুচি উপজেলার বওড়া ও শেরনগর এলাকায় বিএসটিআই রাজশাহী অফিসের উদ্যোগে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উপ-পরিচালক ও অফিস প্রধান সাইফুল ইসলাম জানান, শাড়ি, লুঙ্গী ও গামছার রংয়ের স্থায়িত্ব পরীক্ষা না করে উৎপাদন ও বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস ও উপজেলা প্রশাসন যৌথভাবে মোবাইল কোর্টের অভিযানে নামে। এ সময় বওড়া এলাকার মনির এন্ড ব্রাদার্সের স¤্রাট শাড়ীর রংয়ের স্থায়িত্ব পরীক্ষা না করে উৎপাদন ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানের মালিক আমিরুল ইসলামকে ২৫ হাজার টাকা এবং শেরগনর এলাকার ফাতেমা কটেজ ইন্ডাষ্ট্রিজের লুঙ্গিতে রংয়ের স্থায়িত্ব পরীক্ষা না করে উৎপাদন ও বিক্রি করায় সিরাজুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠান দুটিকে আগামী সাতদিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে রাজশাহী বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন প্রসিকিউটর হিসেবে দায়িত্বপালন করেন।

 

এছাড়াও পুলিশ প্রশাসন অভিযানকালে উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই এ রকম অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর