সিরাজগঞ্জ শহরের আল হামড়া আবাসিক হোটেল থেকে সংঘবদ্ধ চোর চক্রের ৪ জন সদস্যসহ চোরাই মালামাল ও চুরির সরঞ্জাম উদ্ধার করেছেন পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) সকালে এক প্রেস ব্রিফিং এ এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজুওয়ান ইসলাম।
আটকৃতরা হলেন, মাদারীপর জেলার পুনিয়া গ্রামের শাহজানহান আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৫২), ইব্রাহিম হাওলাদারের ছেলে মোঃ আতিয়ার রহমান (৪০), গুরুয়াপাড়া গ্রামের মৃত ইউসুফ ব্যাপারীর ছেলে মোঃ রফিক ব্যাপারী (৩৭),ঝিনাইদহ জেলার বিত্তিরাণী নগর ঘোষপাড়ার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সাধন কুমার বিশ্বাস (৪৫)।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সাড়ে ৮ টার দিকে স্টেশন রোডের আল হামড়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই ৪জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, শহরের বিভিন্ন বাসা ও দোকানে চুরি করার জন্য চোর দল ওই আবাসিক হোটেলে অবস্থান করে। আটক আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সিরাজগঞ্জ শহরের সুবিধাজনক বাসা বাড়ী বা দোকান থেকে চুরি করার জন্য দলভূক্ত হয়ে অবস্থান করছিল। আসামীরা আরো বলেন, তাদেরকে যেন কেহ সন্দেহ না করে তার জন্য শহরের অনুন্নতমানের হোটেলে অবস্থান করে এবং চুরি কার্য শেষ করে।
আটককৃত আসামী ও আলামতসহ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।