সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল। সোমবার (৮ এপ্রিল) বিকেলে বেলকুচি প্রেসক্লাবে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ ঘোষণা দেন।
আরিফুল ইসলাম সোহেল বলেন, আমি বিগত বছরে বেলকুচির আপামর জনতার বিপুল ভোটে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেলাম। আমি আমার দায়িত্ব পালনকালে অর্পিত দায়িত পালন করেছি। যার কারণে আমি তার স্বীকৃতি হিসাবে শ্রেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। বেলকুচিবাসী আমাকে মনে প্রাণে ভালোবাসে। তাদের ভালোবাসা ও সেবা করার জন্য আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসাবে নির্বাচন করবো। আমার বিশ্বাস তারা আমাকে তাদের ভালোবাসা ও ভোট দিয়ে নির্বাচিত করবে। তিনি আরও বলেন, যারা এবার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাশনে এসেছে তারা আমার নামে নানা ধরনের কৎসা রটিয়ে বেড়াচ্ছেন। তাদের এমন কর্মকান্ডের আমি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে মিথ্যা ও পরে গীবত থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি ।এসময় তিনি আগামীতে চেয়ারম্যান হলে স্থানীয় সকলদের নিয়ে এই উপজেলাকে একটি আদর্শ ও উন্নশীল উপজেলায় পরিনত করার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময়কালে বাংলাদেশ জামায়াতে ইসলামে উপজেলার নায়েবে আমীর মাওলানা আব্দুল রাজ্জাক, উপজেলা জামায়াতের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুর রশীদ শামীম, উপজেলা ছাত্র শিবিরের অফিস সম্পাদক মো: আরিয়ান ইসমাইল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।