সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
আজকের শিরোনাম
ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান শেরপুরের ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ! কামরুজ্জামানের উদ্যোগে ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত মোঃ আলমগীর আলম

কুষ্টিয়ায় নদীর ঘাটে সন্ত্রাসীদের গুলি!

নিজস্ব প্রতিবেদক / ২২৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুরের আবেদের ঘাট এলাকায় রবিবার বিকালে গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এতে দর্শনার্থীদের প্রিয় এই ঘাট এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, ফিলিপনগর ইউনিয়নের পদ্মা তীরবর্তী আবেদের ঘাটে মুক্তার মাঝির সাথে নৌকায় ওঠার ভাড়া নিয়ে দরদামের এক পর্যায়ে বাকবিতন্ডা হয় কয়েকজনের, এসময় মারমুখী হয়ে ওঠে নৌকায় উঠতে চাওয়া ওই মানুষেরা। নৌকাটি খেয়া ঘাটের নিয়মিত নৌকা ছিলো না, এটি সাধারণত বাইরে থেকে আসা দর্শনার্থীদের নদী ঘোরানোর নৌকা। কিছুক্ষণের মধ্যে ওই যাত্রীদের ডাকে ঘাটে আসে একই ইউনিয়নের শাদীপুর এলাকার হানিফের ছেলে সজল,ময়েন সহ হানিফের সন্ত্রাসী বাহিনীর বেশ কয়েকজন। এসেই সন্ত্রাসী কার্যক্রম শুরু করে তারা, আতঙ্ক বাড়াতে দু’রাউন্ড গুলিও করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে ঘাটে আধিপত্য বিস্তার করতেই, আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি নিশ্চিত করতেই সাজানো নাটকের বিনিময়ে গুলি করেছে শাদীপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা।

প্রসঙ্গত, জনগুরুত্বপূর্ণ এই ঘাটটি স্থানীয়দের পারাপারে সম্প্রতি টোল ফ্রী করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। মাঝিদের জীবিকা নির্বাহ, নৌকা মালিকের ব্যবসা আর যাত্রীদের পারাপারে নিরাপত্তা নিশ্চিতের জন্য স্থানীয় ভাবে দেখভালেরও ব্যবস্থা করা হয়েছে, এরই মধ্যে ঘটে গেলো এই সন্ত্রাসী কার্যক্রম।

নদী তীরবর্তী এলাকার সুপরিচিত আওয়ামী লীগ নেতা সোহেল রানা ওরফে ওরুশ কবিরাজ বলেন, মাননীয় সংসদ সদস্যের মহৎ উদ্যোগকে বাধাগ্রস্থ করতে, এবং ঘাটে চাঁদাবাজি করার জন্য সন্ত্রাসীরা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলি পর্যন্ত করেছে। তাদের দ্রুত আইনের আওতায় নেয়া দরকার।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, যদি কেউ সন্ত্রাসী কার্যক্রম করে থাকে কোনো ছাড় হবে না। শব্দ হওয়ার কথা আমরাও শুনেছি স্থানীয়দের কাছে।

উল্লেখ্য, সিলভার রঙের চকচকে একটি ছোট সাইজের পিস্তল দিয়ে গুলি করতে দেখেছে পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীদের অনেকেই। এসময় ওই এলাকায় প্রাণ ভয়ে ছুটোছুটি করতে থাকে মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর