সিরাজগঞ্জ জেলা সদরে ৫১০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে সদর থানা পুলিশ সদর উপজেলার বহুলী বাজার এলাকায় অভিযান চালিকে তাকে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ী মহর আলী (৩২) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলী গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহুলী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মহর আলীকে আটক করে তার হেফাজত থেকে ৫১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।