মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

বাগবাড়ি অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শনে জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ / ৮২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ

বাংলা রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর জন্মভূমি বগুড়া বাগবাড়িতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শনে করেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির ও বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দরা।

এই জিয়াউর রহমান গ্রাম হাসপাতলে প্রতিদিন বগুড়া থেকে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে। যার ফলে একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অসহায় গরিব মানুষগুলো সঠিক স্বাস্থ্যসেবা পেয়ে যাচ্ছে।

এখানে সকল ধরনের (মেডিসিন, গাইনি, শিশু সহ) চিকিৎসা, প্যাথলজি পরীক্ষা এবং গর্ভবতী মায়েদের জন্য নরমাল ডেলিভারি সুব্যবস্থা রয়েছে। যার ফলে উক্ত হাসপাতালের আশেপাশে গ্রামগুলোতে গর্ভকালীন যে মা ও শিশুর মৃত্যুর হার সেটা অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছে।

আশেপাশে অসহায় লোকদের কাছে এ বিষয়ে মতামত জানতে চাইলে তারা অত্যন্ত আনন্দিত এবং খুশি তারা বলে এরকম ব্যক্তিগত নিজ উদ্যোগে যদি প্রত্যেকটা গ্রামে হাসপাতাল করানো যায় তাহলে গরীব অসহায় মানুষগুলো কম খরচে চিকিৎসা সেবাতে সহজ হবে এতে করে তাদের অনেকটা স্বাস্থ্যসেবার কষ্ট কমিয়ে আসবে।

সেই সময় উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা কমিটির সভাপতি মোস্তফা আবু সালেক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহসান, বগুড়া জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাধারণ সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন হোসেন ডলার, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ারিং ইলিয়াস হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এ এস এম আবু রায়হান, কার্যনির্বাহী অন্যতম সদস্য বিল্লু মালিক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।

জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শনের সময় সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন এবং সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন বগুড়া জেলা, গাবতলী উপজেলা, নসিপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী রাজ্জাকুল আমিন রোকন তালুকদার।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর