বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন 

গাজীপুরে নাসিমা ফুড প্রতিষ্ঠানে উচ্ছেদ অভিযান, বিসিক কর্মর্তাকে দেখে নেয়ার হুমকি

সাবরিনা জাহান বিশেষ প্রতিনিধিঃ / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

সাবরিনা জাহান
বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের কোনাবাড়ি বিসিক শিল্প নগরীর একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের দখল করা সরকারি অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৯অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায় নগরীর কোনাবাড়ি বিসিক শিল্প নগরীর প্লটভুক্ত একটি প্রতিষ্ঠান মেসার্স নাসিমা ফুড প্রোডাক্ট (যার প্লট নং এস-৬৫) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মালিক নাসিমা আক্তার উল্লেখিত প্লটের ৮শ বর্গফুট জমি প্রায় একযুগ ধরে অবৈধ দখলে রাখেন। অবৈধ স্থাপনা অপসারনে একাধিকবার নোটিশ করেও কোন প্রতিকার পায়নি সংশ্লীষ্ট কর্তৃপক্ষ।

সবশেষ গত বৃহস্পতিবার (১৭অক্টোবর) ওই জমি বরাদ্দের পুনঃতদন্তের নির্দেশ দেয় শিল্প মন্ত্রনালয়। পরে তা গত শনিবার (১৯অক্টোবর) পূর্ব ঘোষিত নোনিশ বাস্তবায়নে তদন্ত সাপেক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদে যায় শিল্পমন্ত্রনালয় ও গাজীপুর বিসিক কর্তৃপক্ষ যৌথভাবে। প্রায় দুই ঘন্টাব্যাপী চলে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

এসময় উচ্ছেদকালীন উপস্থিত ছিলেন শিল্প- মন্ত্রনালয়ের যুগ্মসচিব মো. জাকির হোসেন, বিসিক গাজীপুর জেলা কার্যালয়ের উপব্যাবস্থাপক মো. কামাল পারভেজ, কোনাবাড়ি শিল্পনগরী কর্মকর্তা মো. শাহজাহান আলী ও কারিগরি কর্মকর্তা মো. মাসুদুর রহমান-সহ বিসিকের অন্যান্য কর্মচারীরা।

তবে বিসিকের উপ-ব্যাবস্থাপক কামাল পারভেজ জানান উচ্ছেদ অভিযান শেষে কর্তৃপক্ষ ফিরে আসার পর মুঠো ফোনে দখলদার নাসিমা ও তার কতিপয় সন্ত্রাসীরা প্রাণনাশ-সহ এলাকা ছাড়া করে দেখে নেয়ার হুমকি দেয় বিসিক কর্তৃপক্ষকে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে সংশ্লীষ্ট থানায় লিখিত অভিযোগ করেছেন বিসিক কর্তৃপক্ষ।

এ বিষয়ে মুঠোফোনে নাসিমা ফুড প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নাসিমা জানান এসব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। তবে তিনিও জানান এ বিষয়ে আইনি পদক্ষেপ নিবেন। এসব বিষয়ে জানতে কোনাবাড়ি থানার অফিসার-ইন-চার্জ (ওসি) নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভড করেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর