বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন 

জমি জমার জের ধরে জোর দখল

স্টাফ রিপোর্টার: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার কুছলীবাড়ী ইউনিয়ন ২ নং ওয়ার্ড পাবনা পাড়ায় বাস করতেন দিনমজুর কছির উদ্দিন। ২০২২ সালে জেলা জজ আদালত লালমনিরহাটের, জেলা জজ বজলুর রহমানের রায়ে দীর্ঘদিন পর পৈতৃক সম্পত্তি ফিরে পান দিনমজুর কছির উদ্দিন(৫০)।

এস এ খতিয়ান নাম ৫৬, এস এ দাগ নং ৮২৫৮ এবং জমির পরিমাণ ২.৯৯ একর। নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স মিস্টার আব্দুর রশিদ সরকার অ্যাডভোকেট কমিশনার নাজির এর সহায়তায় দখলি কার্যক্রম সম্পন্ন হলে স্ত্রী সন্তান নিয়ে সেখানেই বসবাস শুরু করেন কছির উদ্দিন। হাওলা তং ২৫/১২/২২ ফেরত তাং ৩০/১০/২২। কিন্তু গত ২৪ শে আগস্ট কোর্টের রায়কে উপেক্ষা করে দিনমজুর কছির উদ্দিন এর বসতবাড়ি জোজবস্ত উচ্ছেদ করেন পাবনা পাড়ার ১। আফাজ উদ্দিন(৫০) ২। মো: আব্দুল আজিজ(৪৮) ৩। আয়বা বেগম(৩৪) ৪। মমিনা খাতুন ৫। আমেনা খাতুন ৬। হাবিবুল ইসলাম ও ৭। নূরুল ইসলাম। জানা যায় গত ২৪ আগস্ট কছির উদ্দিন এর স্ত্রী সন্তানকে জোরজবস্ত বাড়ি থেকে বের করে দিয়ে বসতবাড়ি ভাঙচুর লুটপাট এবং পরে তাদের মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেন।

ইমোত অবস্থায় দেশের এই অস্থিতিশীল পরিবেশে রাজনৈতিক দলগুলোর কর্মীদের দ্বারে দ্বারে গিয়েও পৈতৃক সম্পত্তি ফিরে পাচ্ছে না দিশেহারা কছির উদ্দিন। ভুক্তভোগী কসির উদ্দিন জানান জজ কোর্ট থেকে রায় পাওয়ার পরেও অবৈধভাবে তার ভূমি দখল করে আছে পাবনা পাড়ার ভূমিদস্যরা।
সি ডি নং ১০৬১/২০২৩, মোকাদ্দমা নং ৫১/২০১৫।
আদর্শের নং ৯, তারিখ ৮/২/২০১৭ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর