বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সুনামগঞ্জের জয়নগর এলাকায় সুরমা নদীতে পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ ৩১টি গরু এবং নৌকসহ ২জন আটক স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই হাউস অব লর্ডসে বিশেষ সম্মাননায় ভূষিত কর্ণফুলীতে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন গ্রেফতার শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পে ১৩৫টি উন্নয়ন কাজ বাস্তবায়ন শেরপুরে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াতপত্র বিতরণ 

সাত্তার আব্বাসী চৌহালী প্রতিনিধি : / ৫০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

সাত্তার আব্বাসী
চৌহালী প্রতিনিধি :

খাজা শাহ্ মো: ইউনুস আলী এনায়েতপুরী (রহ:) ছিলেন একজন প্রখ্যাত ইসলামিক সাধক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশে ইসলাম প্রচার ও আধ্যাত্মিক দিকনির্দেশনার জন্য বিখ্যাত।

বিশ্ব শান্তির মহাসাধক খাজা শাহ্ মো: ইউনুস আলী এনায়েতপুরী (রহ:) সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন বিশুদ্ধ ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

খাজা শাহ্ মো: ইউনুস আলী এনায়েতপুরী (রহ:) ছোটবেলা থেকেই ধর্মচর্চায় অনুরাগী ছিলেন। পরবর্তীকালে, তিনি আধ্যাত্মিকতা ও তরিকতের পথে নিজেকে উৎসর্গ করেন। তিনি একজন খ্যাতিমান পীর ও আলেম হিসেবে পরিচিতি লাভ করেন এবং বহু মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ করেন। তার আধ্যাত্মিক শক্তি ও জ্ঞান দেখে বহু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন।

তার শিষ্যের মধ্যে উল্লেখযোগ্য শিষ্যরা হলেন শ্যামলী পাক দরবার শরীফের পীর খাজা শাহ্ মো: মোজাম্মেল  হক্ শ্যামলীবাগী আল-ওয়েসী (রহ:), শম্ভুগঞ্জ দরবার শরীফের পীর হযরত খাজা শাহ্ মো: সাইফুদ্দিন শম্ভুগঞ্জী (রহ:), জামালপুরের মইনুদ্দিন খান জামালী (রহ:), আটরশি পাক দরবার শরীফের পীর হযরত মাওলানা হাসমত উল্লাহ (রহ:), চন্দ্রপাড়া পাক দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ্ সুলতান আহাম্মদ চন্দ্রপুরী (রহ:), প্যারাডাইস পাড়া পাক দরবার শরীফের পীর হযরত মাওলানা মকিমউদ্দিন (রহ:), আসামের গনী খলিফা (রহ:)  উল্লেখযোগ্য। এছাড়াও বাংলা ভারতে খাজা এনায়েতপুরী (রহ:) এর  নেসবতের প্রায় ১২০০ খানকা শরীফ রয়েছে।

খাজা শাহ্ মো: ইউনুস আলী এনায়েতপুরী (রহ:) তার জীবদ্দশায় ইসলাম প্রচার ও মানুষকে সঠিক পথে পরিচালিত করতে অসংখ্য উদ্যোগ গ্রহণ করেন। তিনি সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার প্রচার করেন। তার উপদেশ ও শিক্ষার ফলে অনেক মানুষ ইসলামিক আদর্শ গ্রহণ করে এবং তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলে।

তিনি ওফাত করার পর সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরেই সমাহিত হন। সেখানে তার মাজার শরীফ অবস্থিত, যা বহু ধর্মপ্রাণ মানুষের কাছে আধ্যাত্মিক তীর্থস্থান হিসেবে পরিচিত। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ তার মাজার শরীফ জিয়ারত করতে আসেন এবং তার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন।

প্রতি বছর বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফে বাৎসরিক পরম পবিত্র ওরছ শরীফ উদযাপিত হয়। ওরছ শরীফের পূর্বে প্রতিবছরই ২৫ শে কার্তিক পরম পবিত্র ওরছ শরীফের দাওয়াত পত্র এনায়েতপুরীর নেসবতের সকল দরবার শরীফের প্রধানগণকে এবং গণ্য-মান্যদের কে প্রদান করেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এ বছরও ২৫ শে কার্তিক ১৪৩১ বা;লা, ১০ ই নভেম্বর ২০২৪ ই;  রোজ রবিবার এনায়েতপুর পাক দরবার শরীফে এক ভাব-গাম্ভীর্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৫ ই; সালের পরম পবিত্র ওরছ শরীফের দাওয়াত পত্র প্রদান করা হয়। এ দাওয়াত পত্র প্রদান করেন হযরত খাজা শাহ মো: ইউনুস আলী এনায়েতপুরী (রহ:) এর সাহেবজাদা বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফের বর্তমান সাজ্জাদান-নশীন হযরত খাজা শাহ্ মো: কামাল  উদ্দিন নুহু মিয়া। পরম পবিত্র ওরছ শরিফের দাওয়াতপত্র অনুষ্ঠানে খাজা এনায়েতপুরীর হাজার হাজার আশেকবৃন্দ , জাকেরবৃন্দ , গ্রামবাসী ও  প্রতিবেশী উপস্থিত ছিলেন।

উক্ত ওরছ শরীফ আগামী ২১শে পৌষ ১৪৩১ বাংলা, ৪ই রজব ১৪৪৬ হিজরী, ৫ই জানুয়ারি ২০২৫ ই; রোজ রবিবার সকাল দশ ঘটিকায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরছ শরীফের সমাপ্তি ঘটবে । আখেরি মোনাজাত পরিচালনা করবেন বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফের সাজ্জাদান-নশীন খাজা শাহ্ মো: কামাল উদ্দিন নুহু মিয়া।

সাত্তার আব্বাসী
০১৭১১৪৭৫৭৫২
১০.১১.২০২৪ই;।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর