বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সুনামগঞ্জের জয়নগর এলাকায় সুরমা নদীতে পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ ৩১টি গরু এবং নৌকসহ ২জন আটক স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই হাউস অব লর্ডসে বিশেষ সম্মাননায় ভূষিত কর্ণফুলীতে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন গ্রেফতার শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পে ১৩৫টি উন্নয়ন কাজ বাস্তবায়ন শেরপুরে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ ১৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন

স্টাফ রিপোর্টার:: / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জে ১৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ট্রাক,ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন।

 

২৮ নভেম্বর ২০২৪ইং তারিখ রোজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৬ জন প্রার্থী। ১৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন এবং উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে মনোনয়ন পত্র দাখিলের কর্মসূচি। ৫সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন উপ পরিষদের উপস্থিতিতে চলছে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দানের কার্যক্রম। জানা যায় ২০১২সালে সংগঠনটি তালিকাভুক্ত হয় যার (রেজিঃ নং চট্র ২৬২২)
পরে আস্তে আস্তে সংগঠনের শাখা উপশাখা গঠন হতে থাকে সারা জেলাজুড়ে। দীর্ঘ ১৩ বছর পর জেলা কমিটির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ই ডিসেম্ভর ।

 

 

তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান কর্মসূচির কার্যক্রম শুরু হয়। জমাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নির্বাচন উপ পরিষদের প্রধান নির্বাচন কমিশনার মোঃ নুরুল হক, তিনি জেলা বাস ,মিনিবাস মাইক্রোবাস শ্রমিক পরিবহন সংগঠনের সাধারণ সম্পাদক। এছাড়াও আরও ৪জন নির্বাচন উপ পরিষদের সদস্য উপস্থিত ছিলেন।এই নির্বাচনকে উৎসব মুখর পরিবেশে পালিত করতে সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস শ্রমিক পরিবহন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক (রেজিঃ ১৮৬৬) । সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত,অটোরিকশা, মিশুক ও ট্রেস্কিকার ড্রাইভার ইউনিয়নের সাধারণ সম্পাদক আলামিন কালা ( রেজিঃ নং চট্র ১৯২৬)।

 

 

সুনামগঞ্জ জেলা অটোরিকশা অটো টেম্পু সিএনজি চালিত শ্রমিক ইউনিয়নের সভাপতি সুহেল মিয়া ( রেজিঃ নং ১৯৯৩) দায়িত্ব পালনসহ সার্বিক সহযোগিতা করে চলেছেন। দিনব্যাপী আনন্দ উৎসব পরিবেশের মাধ্যমে শতশত ড্রাইভার শ্রমিক ইউনিয়নের ভোটারদের উপস্থিতিতে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এবং প্রার্থীরা ভোটারদের সাথে কৌশল বিনিময়সহ আগামী ১৪ই ডিসেম্ভর তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট প্রার্থনা করেন। ১১টি পদে অনুষ্ঠিত হবে এই নির্বাচন আর এই পদে ২৬ জন প্রার্থী অংশ গ্রহণ করবেন। তার মধ্যে সভাপতি পদে মোঃ ফয়জুন নুর, মোঃ আব্দুস সামাদ, মিন্টু ঘোষ এবং মোঃ মাসুদ আলম ।

 

 

সহ সভাপতি পদে মোঃ আমির উদ্দিন ও মোঃ সেকুল মিয়া। কার্যকরী সভাপতি পদে মোহাম্মদ আলী, মোঃ আজাদ মিয়া ও শেখ কাউছার। সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হক ও মোঃ নুরুদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলী আজগর ইমন, মোজাফফর মিয়া এবং বুরহান উদ্দিন। সাংগঠনিক পদে আব্দুলজান ও মকদ্দুস মিয়া।

 

 

অর্থ সম্পাদক পদে মোঃ রবিউল মিয়া এবং মোঃ সাজ্জাদুর রহমান সাজাদ । দপ্তর সম্পাদক পদে মিন্টু মিয়া ও আবু বক্কর। প্রচার সম্পাদক পদে মোঃ আহাদ মিয়া এবং আতাউর রহমান। সদস্য পদে ইকবাল হোসেন, বদরুল আলম ও সুনাই মিয়া ও জাবেদ মিয়া এই ২৬ প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৪ই ডিসেম্ভর ২০২৪ইং তারিখে ভোটের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর