মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান শেরপুরের ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ! কামরুজ্জামানের উদ্যোগে ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত মোঃ আলমগীর আলম

“সুনামগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ”

স্টাফ রিপোর্টার, আমির হোসেন :: / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার, আমির হোসেন ::

দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ প্রেক্ষিতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনা মোতাবেক এবং তার পক্ষে আজ সুনামগঞ্জে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অসহায় শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস। এ সময় সুনামগঞ্জ জেলার ৩০০ জন অসহায় মানুষদের মধ্যে ৩০০ টি কম্বল বিতরণ করা হয়।

 

এক প্রশ্নের জবাবে উপমহাপরিচালক জনাব মো: জিয়াউল হাসান জানান, “দেশব্যাপী অসহায়-দরিদ্র মানুষেরা শীতকালে শীতবস্ত্রের অভাবে কষ্টে ভুগেন। মহাপরিচালক মহোদয়ের কার্যকরী উদ্যোগ ও সদয় নির্দেশনার আলোকে দেশের অন্যান্য জেলার ন্যায় আজকে সুনামগঞ্জে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হলো। আমরা আনসার বাহিনী অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আশা করছি এ কার্যক্রম অব্যাহত থাকবে।” এসময় তিনি মহাপরিচালক মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। শীতবস্ত্র পেয়ে সুনামগঞ্জের অসহায় মানুষদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

 

এ প্রসঙ্গে ভিডিপি সদস্যা মেহেরজান বিবিকে তার অনুভূতি জানতে চাইলে তিনি জানান, “কম্বল পেয়ে আমি খুব খুশি, আমার শীতের কষ্ট কমবে। আনসার বাহিনীকে ধন্যবাদ।”এভাবে ৩০০ জন কম্বল প্রাপ্ত অসহায় মানুষই তাদের আনন্দের অনুভূতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর