চট্টগ্রাম প্রতিনিধি
শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশের প্রত্যয় নিয়ে চট্টগ্রামের বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রায় ১৫ হাজারের অধিক শিক্ষার্থীদের অংশ গ্রহণের মাধ্যমে সম্পন্ন হলো ১১তম ২০২৪ সালের আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পরীক্ষা। ২০২৪ সাল থেকে অদ্যাবধি সুনামের সাথে অনুষ্ঠিত হয়ে আসছে ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশেমী রাহমাতুল্লাহ আলাইহির নামে প্রতিষ্ঠিত হাশেমী বৃত্তি পরিক্ষা। এরি ধারাবাহিকতায় এবার সমগ্র চট্টগ্রামের সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্টান স্কুল মাদ্রাসার ১শত ৮০ কেন্দ্র হতে দের হাজারের অধিক শিক্ষার্থী আল্লামা হাশেমী বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন আল্লামা হাশেমী ইসলামি মিশনের চেয়ারম্যান হুজুরের শাহাজাদা মাওলানা মুহাম্মদ কাজী আবুল ফোরকান হাশেমী, এসময় সাথে ছিলেন মাদ্রাসা সুপার মাওলানা ওমর ফারুক আজমি, শিক্ষক মাওলানা মোঃ ফরিদুল আলম হাশেমী ।মাওলানা হাসান আলি, মাওলানা নঈমুল হকসারাদেশে একযোগে অনুষ্টিত হওয়া ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী ( রহঃ) শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৪ গত ২০শে ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত বিরতিহীন এক টানা এ পরীক্ষা চলে। পরে শিক্ষার্থীদের মতামত ব্যাক্ত করতে গিয়ে গর্জনীয়া রহমানীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ৯ম মানের ছাত্রী মেহবিন আজিম বলেন – আল্লামা হাশেমী বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করতে পারায় নিজেকে গর্বিত বলে মনে করি, এখানে পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্ন এসেছে বিষয় ভিত্তিক প্রশ্নের পাশাপাশি সাধারণ জ্ঞান মুলক প্রশ্ন যা আমাদের অনেক ভাল লেগেছে। ফটিকছড়ি ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র বলেন পাশ করব ইনশাআল্লাহ যদিবা পাশ নাইবা করি চিন্তা নেই, কারণ এই পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। পরিদর্শন কালে দেখা যায় কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের মেধাবী শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে নিয়ে আল্লামা হাশেমী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে ভীড় জমাতে দেখা যায়।