এম,দিদারুল আলম চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বিনি প্রতিষ্ঠান “শান্তিরহাট আহমদীয়া দাখিল মাদরাসা”র দাখিল পরীক্ষার্থী ২০২৫ ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোআ মাহফিল ২৭/০২/২০২৫ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা থেকে মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ সরওয়ার আলম আলকাদেরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানূরাগী জনাব আবু তৈয়ব লিটন, উদ্বোধক ছিলেন বক্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, সমাজ সেবক জনাব নিজাম উল মালেক, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শান্তিরহাট বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি, বখতপুর ইউ.পি সদস্য জনাব সহিদুল আলম, শান্তিরহাট বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ মোস্তফা জামান নাজিম , পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,দাতা সদস্য বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হারুন।
মাদরাসা সহ সুপার মাওলানা মুহাম্মদ আজিম উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা জহুরুল হক কাদেরী, মাওলানা হাফেজ ইব্রাহিম, মাস্টার মোহাম্মদ জামাল উদ্দিন । মিলাদ কিয়াম পরিচালনা করেন হাফেজ বাহার উদ্দিন।
পরিশেষে দাখিল ২০২৫ সালের পরীক্ষার্থীদের সফলতা কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।