মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

গাজীপুরে হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা

বিশেষ প্রতিনিধিঃ / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৪ মে, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম চাঁদনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় হাসনাত আব্দুল্লার গাড়ির একটি গ্লাস ফুটো হয়ে যায়। এতে হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান।

তিনি আরো জানান, ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে মহানগর পুলিশ হাসনাত আবদুল্লাহ এর অবস্থান শনাক্তের চেষ্টা করে। হামলার পর হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ( আইইউটি) এর সামনে পৌঁছালে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তায় এগিয়ে আসে। পরে সেখানে তিনি গাড়ি থেকে নামেন এবং ছাত্রদের সাথে কথা বলেন। এ সময় গাজীপুর মহানগর পুলিশের কর্মকর্তাগণ সেখানে যান। তারা হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলেন। পরে পুলিশ প্রহরায় ঢাকা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান আরো বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, হাসনাত আব্দুল্লাহ টাংগাইলে কোন একটি অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় ফিরছিলেন। পথে তার গাড়িটি গাজীপুর মহানগর চৌরাস্তা এলাকায় পৌঁছালে সম্ভবত যানজটের কারণে গাড়ির গতি কমে যায়। তখন কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে তার গাড়ির উপর হামলা করে দ্রুত পালিয়ে যায়।আরো বলেন, তাৎক্ষণিকভাবে মহানগর পুলিশের একাধিক টিম এ বিষয়টি নিয়ে কাজ করছে। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ছিল কিনা এবং অন্যান্য গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে আশা করা হচ্ছে, দুস্কৃতিকারীদের দ্রুতই আইনের আওতায় আনা সম্ভব হবে।

এদিকে , হাসনাত আবদুল্লাহ এর উপর হামলার ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে

এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’

এই পোস্ট দেওয়ার পর গাজীপুর মহানগরীতে তোলপাড় শুরু হয়। মহানগর পুলিশ হাসনাত আব্দুল্লার অবস্থান সনাক্ত করে তার নিরাপত্তায় এগিয়ে আসে।

হাসনাত আব্দুল্লার উপর হামলার প্রতিবাদে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর