দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫ নং বরমা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. ছাদেক হোসেন এর মা মরহুমা ছেনোয়ারা বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চন্দনাইশ উপজেলার বরমা বাইনজুরি এলাকায় তার নিজ বাড়িতে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুপুরে মেজবানের আয়োজন করা হয়। এই আয়োজনে বরমা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, বরমা ইউনিয়ন এলডিপির নেতাকর্মী পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং গরীব-দুঃখীদের দাওয়াত করা হয় এবং তাদের খাওয়ানো হয়।
বিএনপি নেতা ছাদেক হোসেন বলেন, “মায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফেরাত কামনায় মেজবান আয়োজনের মাধ্যমে আত্মীয়-স্বজন ও গরীব-দুঃখীদের সাথে মিলিত হয়ে তাদের দোয়া ও ভালোবাসার মাধ্যমে আমার মায়ের রুহের মাগফেরাত কামনা করি। আগামী ১০ জুলাই আমার পিতা সিরাজুল ইসলাম পবিত্র ওমরাহ হজ পালন করতে যাবেন, সেজন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।”
