বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে, জনগণের কল্যাণে কাজ করতে হবে। জনগণের দুঃখ কষ্ট দুর্দশা কথা বিবেচনা করে দলীয় কাজ পরিচালিত করতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ কেউ কোন প্রকার দুর্নীতির সাথে জড়াবেন না। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে তাকে বহিষ্কার সহ পুলিশে সোপর্দ করা হবে।
সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ২ আগস্ট শনিবার জেলার ঝিনাইগাতী উপজেলা বিএনপির উদ্যোগে ২৪’এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত আগামী ৫ আগস্ট ২০২৫ ইং বিজয় মিছিল বাস্তবায়নের লক্ষ্যে বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রস্তুতি মূলক আলোচনা সভা সভাপতিত্ব করেন সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোঃ শাহজাহান আকন্দ।
আরও বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক যথাক্রমে মোঃ আব্দুল মান্নান ও লুৎফর রহমান প্রমুখ। প্রধান অতিথি সবাইকে সততার সাথে জনসমস্যা সমাধানের আহ্বান জানান।