বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন 

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইগাতীতে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ৪২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত কর্মসূচিতে ঝিনাইগাতী উপজেলা যুগ্ম-আহবায়ক ফকির মো: মনিরুজ্জামান সোহাগ এর  নেতৃত্বে  ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক করতে খৈলকুড়া থেকে এক  বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

 বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন যে, যত দিন বাংলাদেশে থাকবে, বাংলা ভাষা থাকবে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে ততদিন আল্লাহ ছাড়া কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি ভাঙ্গতে পারবে না।

 তবে সততার সাথে সকল নেতা কর্মীদের কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের আদর্শবান রাজনৈতিক কর্মী হতে হবে। তিনি বলেন, এই দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন শহীদ জিয়াউর রহমান পরিবার। 

বিএনপি আগামী নির্বাচনে জনগনের সমর্থন নিয়ে আবারো রাষ্ট্রক্ষমতায় যাবে ইনশাল্লাহ। আগামীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ। দল ক্ষমতায় গেলে তিনিই হবেন প্রধানমন্ত্রী। 

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। এদেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়েছেন। সেজন্য জিয়াউর রহমানকে এ দেশের জনগণ গ্রহণ করেছেন, অন্তরে স্থান দিয়েছেন। কিন্তু ১৯৮১ সালে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে তিনি নিহত হলে বিএনপির হাল ধরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার সঠিক নেতৃত্বের কারণে বিএনপি ৩ বার সরকার গঠন করেছে। ২০০৭ সালের জরুরি অবস্থার পর কঠিন রাজনেতিক সঙ্কটের মুখোমুখি হয় বিএনপি। টানা দেড় দশক আওয়ামী লীগ দমন পীড়ন চালায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উপর। শুধু তাই নয়। মিথ্যা মামলায় ২ বছর আমাদের প্রাণ প্রিয় আপোষহীন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখে আওয়ামী ফ্যাসিবাদী সরকার। কিন্তু গণতন্ত্রের প্রশ্নে তিনি তথা বিএনপি কখনোই আপোস করেনি। বারবার বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র করছে। কিন্তু ভাঙ্গতে পারে নাই। পারবে ও না ইনশাআল্লাহ।

 ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে পরবর্তীতে শহিদ জিয়ার রাজনৈতিক দল গঠন, রাষ্ট্র পরিচালনা, সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় ফিরে আসা এবং ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথানত করেনি। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের নির্মম পতন ও পালিয়ে দেশ ছাড়ার পর নতুন করে আরো উজ্জীবিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় এখন পুরো দেশ। 

 ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত ঝিনাইগাতী উপজেলা বিএনপির সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও লুৎফর রহমান। 

সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি সাবেক এমপি আরো বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের কঠোর নির্দেশ, দলে কোনো কোনো বিভেদ সৃষ্টি ও নেতা কর্মী বা সহযোগিগণ, যে কেউ হোক, চাঁদাবাজীসহ কোন প্রকার দুর্নীতি করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং পুলিশে সোপর্দ করা হবে।

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক 

মেহেদী হাসান বিপ্লব,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রুবেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এখলাস আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর