শেরপুরের ৩ শিক্ষার্থী ডাকসু নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বিজয়ী
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
/ ৩৯
বার দেখা হয়েছে
আপডেট:
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
শেয়ার করুন
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ৩ শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয় লাভ করেছেন। তাদের সাফল্যে পরিবার ও স্থানীয়রা অনেক আনন্দিত। বিজয়ীগণ হলেন, মো. রবিউল ইসলাম শেরপুর সদর উপজেলার কুসুমহাটি গ্রামের রবিউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অমর একুশে হল সংসদের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, আরাফাত আক্তার তামান্না শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রোকেয়া হলের আবাসিক এই শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাঠকক্ষ সম্পাদক পদে ৯৩৮ ভোটে জয়ী হন এবং মো. ইয়াকুব আলী আসিফ শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের চান্দাঁপাড়া গ্রামের ইয়াকুব আলী আসিফ বর্তমানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মাস্টার্স করছেন।
তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সলিমুল্লাহ মুসলিম হলের বহিঃক্রীড়া সম্পাদক পদে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। শেরপুরের গর্ব এই ৩ শিক্ষার্থীর বিজয়ে শেরপুরবাসী আনন্দিত।