
নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল বাজারে অবস্থিত রাতাল বাজার সার্বজনীন দূর্গা মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষ হওয়ার পর আজ মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং,) দুপুর ২ ঘটিকায় অষ্টমী পূজা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে চলমান দেখা গিয়েছে।
পূজা চলাকালীন মন্দির প্রাঙ্গণে কোনো প্রকার মাদক সেবন বা মাদক কারবারের খবর পাওয়া যায়নি। নিরাপত্তা ব্যবস্থা কঠোর রাখার জন্য উপস্থিত ছিলেন আনসার সদস্য ৬ জন (পুরুষ ৪ জন, নারী ২ জন), গ্রাম পুলিশ ১ জন এবং পুলিশ সদস্য ১ জন। সকলেই দায়িত্বের সঙ্গে শান্তিপূর্ণভাবে কাজ করেছেন।
উক্ত পূজা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য মন্দির কমিটির সভাপতি শ্রী রথিন্দ্র নাথ উরাঁও এবং সাধারণ সম্পাদক শ্রী দীনেশচন্দ্র উরাঁও সার্বিক তদারকি করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের শান্তিপূর্ণ পূজা অনুষ্ঠান কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়, এটি সামাজিক ঐক্য ও সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব ও সহমর্মিতা বৃদ্ধিতেও সহায়ক।
মন্দির কমিটির সভাপতি রথিন্দ্র নাথ উরাঁও জানিয়েছেন, “আমাদের প্রধান লক্ষ্য ছিল পূজা শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। নিরাপত্তা ব্যবস্থা ছিল সুসংগঠিত এবং সকলের সহযোগিতায় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।”
স্থানীয়রা আরও জানিয়েছেন, মন্দির কমিটির দায়িত্বশীল তদারকি ও নিরাপত্তা বাহিনীর সহায়তায় পূজা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন হচ্ছে। যা সমাজে নৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। সিংড়া উপজেলার সকল পুজা মণ্ডপে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীসহ অন্যন্য আইনশৃঙ্খলা বাহিনীর সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।