মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন 

বরগুনায় ডিবি ও সাইবার টিমের যৌথ অভিযানে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ

বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের যৌথ অভিযানে আন্তঃজেলা বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গেছে, গত এক মাস ধরে বরগুনা জেলার বিভিন্ন থানায় সাধারণ মানুষ বিকাশ প্রতারণার মাধ্যমে অর্থ হারানোর অভিযোগ করে আসছিলেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বরগুনার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার বিষয়টি আমলে নিয়ে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে প্রয়োজনীয় তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এরপর সাইবার টিম এক মাসের নিবিড় পর্যবেক্ষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করে। পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় গত ৫ অক্টোবর ২০২৫ বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনার আমতলী থানাধীন উত্তর টিয়াখালী এলাকায় ডিবি ও সাইবার টিমের যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১️⃣ মোঃ সুজন (৩২), পিতা- মোঃ নাসির উদ্দিন হাওলাদার, সাং- দেবপুর, ডাকঘর- মাছুয়াখালী, থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালী।
২️⃣ আব্দুর রহমান (২৫), পিতা- মোঃ দেলোয়ার মুন্সী।
৩️⃣ সুমি (২২), স্বামী- আব্দুর রহমান, সাং- উত্তর টিয়াখালী, ডাকঘর- চলাভাঙ্গা, থানা- আমতলী, জেলা- বরগুনা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও পরিবারের সদস্যদের আত্মীয়-স্বজন অসুস্থ, দুর্ঘটনাগ্রস্ত বা বিদেশে বিপদগ্রস্ত ইত্যাদি অজুহাতে ফোন করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল। অভিযানে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এ ঘটনায় আমতলী থানায় মামলা নং-০৭, তারিখ- ০৫/১০/২০২৫, ধারা- ৪০৬/৪২০ দণ্ডবিধি অনুসারে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মোঃ রাকিবুল খান (২৫), পিতা- মোঃ আলতাফ হোসেন, সাং- গাজীপুর, থানা- আমতলী, যিনি প্রতারকদের দেওয়া বিকাশ নম্বরে মোট ৩৮,০০০ টাকা প্রেরণ করেছিলেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, “প্রতারক চক্রটি রাকিবুলের দুবাই প্রবাসী বড় ভাইয়ের অসুস্থতার কথা বলে — বিশেষ করে নাক ও মুখ দিয়ে রক্ত পড়ার অজুহাতে — তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বরগুনা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ডিবি ও সাইবার টিমের অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ প্রশাসন সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, অপরিচিত নম্বর থেকে বিকাশে অর্থ প্রেরণের আগে যাচাই-বাছাই করতে অনুরোধ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর