গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলীগাঁও গ্রামে এক মুসলিম পরিবারে ৩১ আগস্ট ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান।
তার সহধর্মিণী ডা:আফসানা রহমান এমবিবিএস।
তাদের ২ জন সন্তান ছেলে আহনাফ জারিফ হাসান ও আহমেদ জাদিদ হাসান ।
মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান এর পিতা মৃত:পিয়ার মামুদ মাতা মৃত:সুফিয়া বেগম।
ছোট থেকেই তিনি অনেক মেধাবী শিক্ষার্থী ছিলেন।
মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ১৯৮৪ সালে মালিঝিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পান এবং উপজেলায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত।
১৯৯০ সালে মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে এস এস সি এবং ১৯৯২ সালে ঢাকা সিটি কলেজ হতে এইচ এস সি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ নিয়ে উভয় পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
এরপর ১৯৯৬ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে মানবিক বিভাগ থেকে দ্বিতীয় বিভাগ নিয়ে (বি এ) সম্পুর্ন করেন।
২০০৫ সালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) হতে উচ্চতর গ্রেডিং প্রাপ্ত এবং ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পোস্ট গ্রেজুয়েট ডিপ্লোমা ইন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ (PGDIR) এ উচ্চতর গ্রেডিং লাভ করেন।
মুহাম্মদ মাহমুদুল হাসান ১৯৯৪ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারী চট্টগ্রাম যোগদান করেন।
তিনি ১৬ বছরের অধিক সেনাবাহিনীতে চাকুরী করেন।
বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে পদাতিক বাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্ত এবং মেজর পদবিতে অবসর গ্রহণ।
এছাড়া তিনি বিভিন্ন প্রতিযোগিতা ও প্রশিক্ষণে গোল্ড মেডেল প্রাপ্ত, বিশেষ করে বেসিক প্যারা কমান্ডো
(বিমান হতে জাম্প)এবং বিদেশ হতে ভিভিআইপি প্রটেকশন কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত।
UN Mission -হতে UNiTARPOCI -কোর্স সম্পূর্ণ। তিনি ১২ তম সার্ক শীর্ষ সম্মেলনে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনী এসএসএফ এর সদস্য হিসেবে পাকিস্তান সফর, এছাড়া থাইল্যান্ড, সিঙ্গাপুর মালেশিয়া, আবুধাবি,আইভরিকোষ্ট ও লাইবেরিয়া ভ্রমণ করেন। এবং ২০১০ সালে অবসর নেন।
মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন শ্রীবরদী- ঝিনাইগাতী অবহেলিত তাই আপনাদের পাশে থেকে কাজ করতে চাই আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।
স্থানীয় সুত্রে জানা যায়, মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থেকে অসহায় পরিবারের মাঝে সাহায্য ও সহযোগিতা করেন।