
গাজীপুর মহানগরের বোর্ডবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় চুরির সন্দেহে এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কিশোরের নাম হাসান (১৬)। তার পিতা মো. কবির ও মাতা মমতাজ বেগম— গ্রামের বাড়ি বিশ্বনন্দি, সদর থানা, চাঁদপুর জেলা।
নিহত হাসান পরিবারের সঙ্গে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় মাসুদ খানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক বিরোধের জেরে হাসান ও তার ভাই গত ৮ অক্টোবর বাড়ি ছেড়ে বোর্ডবাজার বড় মসজিদের বারান্দায় অবস্থান করছিলেন।
১০ অক্টোবর শনিবার ফজরের আজানের সময়, তারা পাশের দেলোয়ারের বাড়িতে হাত-মুখ ধোয়ার জন্য গেলে চোর সন্দেহে দেলোয়ারসহ কয়েকজন তাদের ধরে ফেলে।
পরে দুই ভাইকে বেঁধে বেধড়ক পিটুনি দেওয়া হয়। এ সময় বড় ভাই পালিয়ে গেলেও হাসান পালাতে পারেননি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে উত্তরার একটি বেসরকারি হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আট দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৮ অক্টোবর শনিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
দুপুরে মরদেহ বোর্ডবাজার এলাকায় পৌঁছালে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায়।
এ বিষয়ে জিএমপি গাছা থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে সালাউদ্দিন ও সাকিল নামে দুইজনকে আটক করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।