আমতলী(বরগুনা)প্রতিনিধি:সাগর দুহিতা বরগুনা জেলায় সংসদীয় আসন রয়েছে ২টি মাত্র। গত ১৬ বছর ধরে আওয়ামিলীগ পতন হয় ৫ আগস্ট ২০২৪ সাল। আওয়ামী স্বৈরাচারী সরকার পতনের আগ পর্যন্ত বরগুনা-১ আসন,(বরগুনা সদর,আমতলী- তালতলী)এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতা কর্মীও সমর্থকদের কোনঠাঁসা করে রেখেছেন।
জানাগেছে,আওয়ামী লীগের পতনের পর দলের নেতাকর্মীরা মামলা-হামলার ভয়ে চলে গেছেন আত্মগোপনে।
৫ আগষ্ট আন্দোলনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সমর্থনকারীরা ও নেতৃবৃন্দরা মাথা উঁচু করে দাড়ানোর পূর্ণরূপ পেলে তারই ধারাবাহিকতায় বরগুনা ১ আসনে বিএনপির সারা জাগানো জনপ্রিয়তায় শীর্ষে এগিয়ে রয়েছেন মোঃ মশিউর রহমান আকন।
তৃণমূলের কর্মীরা বলছেন, বরগুনা-২ আসনের বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এটি দখলে নেয় আওয়ামী লীগ। এর পর দশম, একাদশ ও সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তাদের দখলে থাকে।আর সময়ের মধ্যে বরিশালের দক্ষিনের বিএনপির নেতা কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মো:মশিউর রহমান আকন।
তিনি আওয়ামী ফ্যাসিষ্ট শ্বাসনামলে ১১ টি মামলার আসামী হয়েছেন।
বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) : এ আসনে বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সর্ব প্রথম তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা দাবির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন মো: মশিউর রহমান আকন।
পর্যায়ক্রমে সাবেক সাংসদ মো: মতিয়ার রহমান তালুকদার,এ্যাড গাজী তৌহিদ, জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট মো. রেজবুল কবীর ও মো. ফিরোজ উজ জামান মামুন মোল্লার নাম শোনা যাচ্ছে। তারা দলীয় বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি নির্বাচনী গণসংযোগ করে যাচ্ছেন। তাদের মধ্য থেকে একজনই হবেন ধানের শীষের কাণ্ডারীএমনটাই মনে করছেন দলের নেতাকর্মীরা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তরুণ প্রজন্মের আইকন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্যাগী, মিথ্যা মামলায় জেল জুলুমের শিকার, নির্যাতিত একজন জনবান্ধব রাজনীতিবীদ মশিউর রহমান আকন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) পরিবারের একজন সুযোগ্য সন্তান।মশিউর রহমান আকন ছাত্রজীবন থেকেই বি.এন.পি রাজনীতিতে যুক্ত আছেন।সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, বরগুনা জেলা বি.এন.পি, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক, বরগুনা জেলা বি.এন.পি, সাবেক সহ সভাপতি আমতলী থানা বি.এন.পি,সাবেক সভাপতি, আমতলী পৌর বি.এন.পি,সাবেক সহ- সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,স্যার এ.এফ.রহমান হল শাখা,ঢাকা বিশ্ববিদ্যালয়,সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমতলী থানা শাখা।)
মশিউর রহমান আকন বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে ও নির্দেশে শৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারা নির্যাতন, মিথ্যা মামলা, ২ তালা ভবন বুলডেজার দ্বারা ভাংচুর ও লুটপাটের শিকার হয়েছেন।তবুও তিনি রাজনীতি ও মানব সেবা থেকে সরে দাঁড়াননি তিনি তার গোটা জীবন মানব সেবায় নিয়োজিত রেখেছেন।
যিনি সকল অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদী এক অকুতোভয় জিনিস সব থেকে বরণ করেন মিথ্যা কে পরিহার করেন খেটে খাওয়া সৈনিক ছিলেন।যিনি সত্যকে বরন করে মিথ্যেকে পরিহার করেছেন। তেমনই একজন মানুষ মশিউর রহমান আকন।
মশিউর রহমান আকন বলেন, আমি এ দেশ ও জনগনের কল্যাণে সারাজীবন কাজ করেছি_এখনো করছি, আগামীতেও করতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত এ দেশ ও জনসাধারনের তরে নিজেকে সেবক হিসেবে নিয়োজিত রাখতে চাই। আর এই সেবাকে আরো এগিয়ে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ১ আসন, আমতলী, তালতলী ও বরগুনার সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে আপোষহীন একজন জিয়ার সৈনিক হিসেবে ধানের শীষ প্রতিক নমিনেশন প্রত্যাশী।আমি যদি ধানের শীষ প্রতিকে মনোনিত হই বিপুল ভোটে বরগুনা (১) আসনে জয়যুক্ত হবো ইনশাআল্লাহ। এবং মাননীয় তারেক রহমানের হাতকে শক্তিশালী করে উন্নয়নের অংশিদারী হতে চাই।মশিউর রহমান আকন আরো জানান। তারেক রহমানের প্রতি আমার শতভাগ আস্থা রয়েছে,আমি যোগ্য হলে তিনি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনিত করবেন।