সিরাজগঞ্জের তাড়াশে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে তাড়াশ উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত হয় এই উৎসবমুখর অনুষ্ঠান।
সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কিছুটা বিলম্বে দুপুর ১২টার দিকে উপজেলা যুবদলের ব্যানারে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম। তিনি বলেন, “আমরা সবাই বিএনপি পরিবার, আমরা ধানের শীষের লোক। হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে জাতীয় উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যুবদল গঠন করেছিলেন। তাঁর আদর্শ আজও তরুণদের অনুপ্রেরণা দেয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
তাড়াশ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসে এম তারেক, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল প্রধান, সিরাজগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য সেলিম জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামীম, সাবেক ছাত্রনেতা শাকিন আহমেদ প্রমুখ।
০১,১১,২০২৫-