জাতীয়তাবাদী যুবদল নন্দীগ্রাম উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে বগুড়া শহরের সানমুন নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলেও জানা গেছে।
১৬ই নভেম্বর রোজ রবিবার, দুপুরে তার চিকিৎসার সার্বিক অগ্রগতি জানতে হাসপাতালে ছুটে যান জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মিজানুর রহমানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রতিনিধিদলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন—
জিসাস কেন্দ্রীয় কমিটি ও বগুড়া জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এ.এস.এম. রায়হান,
কার্যনির্বাহী সদস্য মোঃ আকাশ মোল্লা প্রমুখ।
দলীয় নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রতিনিধি দলও আহত মিজানুর রহমানের সুস্থতা কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেন।।