মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

দিনাজপুরে বাস–ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩

চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর জেলা প্রতিনিধি / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

চৌধুরী নুপুর নাহার তাজ
দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী মিনিবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে দিনাজপুর-রংপুর মহাসড়কের ১০ মাইল এলাকায়, দিনাজপুর সদর উপজেলার গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাখেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত চারজনই একই পরিবারের সদস্য। তারা হচ্ছে সদর উপজেলার কুতইর গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫), দুই নাতীন সাদিয়া আক্তার (১৫) ও শাম্মী আক্তার (৭) এবং মর্জিনার ভাইয়ের স্ত্রী তানজিনা আক্তার (৩৫)।৷ এই দুর্ঘটনার পর তাৎক্ষণিক আহতদের নাম পাওয়া যায়নি।

নিহত মর্জিনার শ্বশুর ও ইজিবাইকযাত্রী মকবুল হোসেন জানান— “পরিবারের সবাই মিলে কান্তনগর রাসমেলা দেখতে যাচ্ছিলাম। হঠাৎ সামনে কী ঘটল বুঝতে পারিনি—শুধু প্রচণ্ড ধাক্কার শব্দ শুনেছি।”

স্থানীয় প্রত্যক্ষদর্শী বাবুল হোসেন বলেন— “বীরগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি মিনিবাসের সঙ্গে কাহারোলমুখী ইজিবাইকের সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় ইজিবাইকের কয়েকজন যাত্রী ছিটকে সড়কে পড়ে যান।”

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ধাওয়া করে মিনিবাসটিকে আটক করেন।

দুর্ঘটনার পরপরই তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তানজিনা আক্তারকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দিনাজপুর হাইওয়ে থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম জানান—“বাসটি আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।”

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন— “ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে আরও একজন মারা গেছেন।”

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়—নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। একই পরিবারের চারজনের মৃত্যুতে হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর