মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ভুরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে গণমিছিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত লালমনিরহাট টিটিসি’র প্রশিক্ষণের পরিবেশ বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে গিয়াস উদ্দিন  ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান শেরপুরের ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ! কামরুজ্জামানের উদ্যোগে ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত মোঃ আলমগীর আলম

শেরপুরে যুব উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে এসডিএফ’র কর্মশালা অনুষ্ঠিত

মিজানুর রহমান , শেরপুর প্রতিনিধি : / ২৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান , শেরপুর প্রতিনিধি :

শেরপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত “যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম কমল।

মঙ্গলবার (২৫নভেম্বর) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় যুবদের সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরির সুযোগ এবং কর্মসংস্থানমুখী বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেরপুর জেলা কার্যালয়ের এসডিএফ কর্মকর্তারা প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।

এসডিএফ এর জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং জেলা কর্মকর্তা (হিসাব ও প্রশাসন) মো. মাহমুদুর রহমান, জেলা কর্মকর্তা (এলএইচ) মোহাম্মদ ছামিউর রহমান খান ও ক্লাস্টার কর্মকর্তা বলরাম চন্দ্র ঘোষ এর সার্বিক তত্বাবধানে এবং আঞ্চলিক ব্যবস্থাপক তানজিনা আলম এর সঞ্চালনায় আলোচনা সভায়
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এবিএম আব্দুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম, জেলা সমবায় কর্মকর্তা সাহাদত হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর অরুনাথ দেবনাথ, ব্র্যাকের আঞ্চলিক ডিস্টিক কো-অর্ডিনেটর ফারহানা মিল্কী, টিসিসি’র অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার প্রমূখ।

বক্তারা বলেন, সরকারের বিভিন্ন প্রকল্প ও সহায়তা কাজে লাগিয়ে যুবসমাজকে স্বনির্ভর হতে হবে। এসডিএফ’র আরইএলআই প্রকল্প জেলার তরুণদের জীবিকা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতীসহ চার উপজেলার ৭টি ক্লাস্টার অফিসের কর্মকর্তা ও উপকারভোগীরা অংশ গ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর