বিএনপি চেয়ারপারসন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় খতমে কোরআন,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে উপজলা সদর সংলগ্ন বীরনগর মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ৬০ জন হাফেজ পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মোনাজাত করেন। মাহফিলের আয়োজন করেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।
তিনি বলেন,গোটা জাতি আজ বেগম খালেদা জিয়ায় সুস্থতা কামনা করে দোয়া করছে৷ সারা দেশ নেত্রীকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায়। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এই দেশকে, এই জাতিকে পথনির্দেশনা দেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান উপজেলা বিএনপি আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন,আবুল হুদা প্রমুখ।