নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বুধবার ( ৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চার ঘণ্টা কর্মবিরতি দিয়ে অবস্থান নেন তারা।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ সময় বক্তব্য রাখেন, ফার্মাসিস্ট আব্দুল্লাহ আল বাকি, সাজা মিয়া, ও মাইদুল ইসলাম। টেকনোলজিস্ট বাবুল আক্তার ও মনির হোসেন।
কর্মক্ষেত্রে নিজেদের ভোগান্তির কথা স্বীকার করে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, দীর্ঘদিন একই গ্রেডে চাকরি করার পরেও গ্রেড পরিবর্তন না হওয়ায় তাদের উপরে বৈষম্য করা হচ্ছে।বাংলাদেশের বিদ্যমান সকল ডিপ্লোমাদের দশম গ্রেড হলেও টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১১ তম গ্রেডে চাকরি করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বছরের পর বছর কোয়ারি পূরণ করে ও অদৃশ্য কারণে তাদের বেতন ১১ তম গ্রেডেই পড়ে রয়েছে।
বক্তারা আরও বলেন, আজকের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আগামীকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাবে তারা এরপরেও যদি দাবি না মানা হয় তাহলে কমপ্লিট শাটডাউন এর ঘোষণা দেন তারা।
##
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
০৩-১২-২০২৫