সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহৎ ব্যবসা কেন্দ্র বাদাঘাটে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে গ্রাহকদের সঙ্গে আর্থিক সচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেসার্স সানি এন্ড মিটি সু-স্টোরের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাদাঘাট বাজার মেইন রোডের হাজী কালু মিয়া মার্কেটের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের পরিচালক সেলিম রেজার সভাপতিত্বে গ্রাহকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক সুনামগঞ্জের এজেন্ট রিলেশনশীপ অফিসার চয়েস প্রিন্স চন্দ সরকার। তিনি নিরাপদ ব্যাংকিং, ডিজিটাল লেনদেন, সঞ্চয়ের গুরুত্ব ও প্রতারণা থেকে সতর্ক থাকার বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল সিকদার ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান, আলী মর্তুজা পলক, সাংবাদিক কামাল হোসেন, ব্র্যাক ব্যাংক সুনামগঞ্জের এসএমই ইউনিটের আরএম রিয়াজ উদ্দিন, এসএমই ইউনিট ইনচার্জ মো. লিটন মিয়া তালুকদার, দিরাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত এসএমই ইউনিট ইনচার্জ আরিফুল হক, রিলেশনশীপ অফিসার বিশ্বজিৎ দে ও মাহমুদুল হাসান মনির।
বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজেই ব্যাংকিং সেবা পাচ্ছেন, যা আর্থিক অন্তর্ভুক্তি ও স্থানীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠান শেষে বাদাঘাট ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের তিন বছর পূর্তি উপলক্ষে বাদাঘাট বাজার জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা মোজাহিদুল ইসলাম মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন।