বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন সার দোকান মনিটরিং কার্যক্রম। ভেনেজুয়েলায় কর্তৃত্ববাদী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ গণমুক্তি পার্টির গণ-সমাবেশ ও বিক্ষোভ। ঐতিহ্যবাহী ফেকামারা কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত। শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়ন জমা। ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার। সিলেট প্রেসক্লাবে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত ফটিকছড়িতে বড় সাজ্জাদের সাথে বিরোধের জেরে শিবির নেতা জামাল হত্যা: আসামি গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধার “স্মরণকালের জনসভা, দুই দশকের অপেক্ষা শেষ: তারেক রহমান ফিরছেন মৌলভীবাজারে” বগুড়ায় চাচার সম্পত্তি দখলে নিতে হত্যা করে দুই ভাতিজা। বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত!!

ফটিকছড়িতে বড় সাজ্জাদের সাথে বিরোধের জেরে শিবির নেতা জামাল হত্যা: আসামি গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধার

চট্টগ্রাম ফটিকছড়ি প্রতিনিধি / ৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি

ফটিকছড়িতে আলোচিত শিবির নেতা ও গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। পুলিশ প্রযুক্তি, সিসিটিভি চিত্র বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে নাজিম উদ্দিন প্রকাশ বাইট্টা নাজিম (৫২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে। এ সময় নিহতের ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

গত ১০ জানুয়ারি ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর দিঘিরপাড় এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে গার্মেন্টস ব্যবসায়ী জামাল উদ্দিন (৪৫) নিহত হন এবং তার সঙ্গী নাছির উদ্দিন (৪২) গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রধারীদের ফেলে যাওয়া ১১টি পিস্তলের খোসা উদ্ধার করে।

ঘটনার পরপরই পুলিশ অজ্ঞাতনামা দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায়, নিহত জামালের সঙ্গী নাজিম উদ্দিন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। এরপর র‍্যাব-৭ এর সহায়তায় সোমবার রাতে চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম জানান, জিজ্ঞাসাবাদে নাজিম স্বীকার করে, হত্যার দিন গুলি ছোঁড়ার পর সে নিহত জামালের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে হত্যাকারীদের সঙ্গে পালিয়ে যায় এবং মোটরসাইকেলটি তার নিজ বাড়ি লেলাংয়ের কাবিল মিস্ত্রী বাড়িতে লুকিয়ে রাখে। পরে তার দেখানো মতে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে।
নাজিম আরও জানায়, গত বছর চট্টগ্রামের একটি গার্মেন্টস কারখানায় ঝুট ক্রয়ের টেন্ডার দাখিল নিয়ে নিহত জামালের সঙ্গে বিদেশে অবস্থানরত কুখ্যাত সন্ত্রাসী বড়ো সাজ্জাদের বিরোধ সৃষ্টি হয়। এরপর বড়ো সাজ্জাদ তার সহযোগীদের মাধ্যমে একাধিকবার জামালকে হত্যার হুমকি দেয়।
পরিকল্পনার অংশ হিসেবে গ্রেফতারকৃত নাজিম ফোনের মাধ্যমে সন্ত্রাসীদের দিঘিরপাড় এলাকায় ডেকে আনে। মোটরসাইকেল যোগে তিন সশস্ত্র হামলাকারী এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে জামালকে হত্যা করে এবং নাছিরকে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়।

পুলিশ জানায়, গ্রেফতার নাজিমের বিরুদ্ধে খুন, দস্যুতা ও অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর