শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সৎ মানবাধিকার সংবাদকর্মী বগুড়ার জেলার লতিফুর রহমান আর নেই, বিভিন্ন মানবাধিকার নেতাদের শোক। তাহিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হিন্দু পরিবারের বোরো জমি দখল তাহিরপুর বাদাঘাটে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের গ্রাহক সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জয়নগর এলাকায় সুরমা নদীতে পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ ৩১টি গরু এবং নৌকসহ ২জন আটক স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই হাউস অব লর্ডসে বিশেষ সম্মাননায় ভূষিত কর্ণফুলীতে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন গ্রেফতার শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পে ১৩৫টি উন্নয়ন কাজ বাস্তবায়ন শেরপুরে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার

ব্যারিষ্টার কাজলসহ সকল রাজবন্দিকে মুক্তি দিন : এনডিপি চেয়ারম্যান

রিপোর্টারের নাম / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১১ মার্চ, ২০২৪

মিথ্যা ও বানোয়াট মামলায় সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি মনোনীত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা।

সোমবার (১১ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ দাবী জানান।

তিনি বলেন, সরকার সমর্থকদের অহংকার ও ক্ষমতার দম্ভ আজ এতটাই বৃদ্ধি পেয়েছে যে, যেখানে সুপ্রিম কোর্টে যুবলীগ তান্ডব চালালো অথচ গ্রেফতার করা হলো বিএনপিপন্থি আইনজীবী ও নির্বাচনে সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। যা দেশবাসীকে লজ্জিত করেছে, করেছে হতবাক। কিন্তু, দুঃখ জনক হলেও সত্য মূল আসামীকে এখনো আটক করা হলো না। মারামারি করলো সরকারী দলের সমর্থকরা নিজেরা নিজেরা। আটক করে রীমান্ডে নেয়া হলো বিএনপির আইনজীবীকে। যা অমানবিক।

তিনি আরো বলেন, প্রকৃত অপরাধিদের গ্রেপ্তার না করে জনপ্রিয় প্রতিবাদী আইনজীবী বিএনপি প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আটক করা হয়েছে। এনডিপি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করছে। সরকার যেভাবে দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে সেখান থেকে দেশ এবং জাতিকে মুক্তি দিতে ঐক্যবদ্ধ বিকল্প দেশপ্রেমিক শুক্তর উত্থানের কোনো বিকল্প নাই।

এনডিপি চেয়ারম্যান বলেন, রাষ্ট্র শক্তিকে পেশিশক্তিতে পরিণত করে সরকার মানুষের সব অধিকার কেড়ে নিচ্ছে যা রাষ্ট্র ও সরকারের জন্য শুভ নয়। প্রতিহিংসার রাজনীতি থেকে বের না হয়ে আসলে সরকার ও আওয়ামী লীগকে একসময় চরম এর মূল্য পরিশোধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর