বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই হাউস অব লর্ডসে বিশেষ সম্মাননায় ভূষিত কর্ণফুলীতে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন গ্রেফতার শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা সুনামগঞ্জ সদর উপজেলায় টি আর ও কাবিখা প্রকল্পে ১৩৫টি উন্নয়ন কাজ বাস্তবায়ন শেরপুরে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের হয়বতপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্বপ্নভঙ্গ—প্রভাবশালী প্রতারকের ফাঁদে নিঃস্ব মাসুদ রানা পরিবার মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন জিয়া সাংস্কৃতিক সংগঠন বগুড়া জেলা কমিটির উদ্যোগে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

বেলকুচি উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম সরকারের সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জি মো: আমিনুল ইসলাম সরকার সিরাজগঞ্জ ও বেলকুচি কর্মরত সাংবাদিকের সাথে মত বিনিময় করেন।

 

বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৪ টায় বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জি মো: আমিনুল ইসলাম সরকার।

উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জি মো: আমিনুল ইসলাম সরকার বলেন, বেলকুচি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি। বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি থেকে আমার জীবন শুরু। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি।

বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে বেলকুচি উপজেলাবাসীর সেবা করতে চাই।

আমি দেশের বিভিন্ন প্রেক্ষাপটে রাজনীতি থেকে সরে যায়নি। এই কারণে জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় বেলকুচি উপজেলাবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বেলকুচি উপজেলা কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

আপনাদের সার্বিক সহযোগিতায় বেলকুচি উপজেলার তাঁত শিল্পকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শিল্প হিসেবে গড়ে তুলতে চাই এবং আপনাদের সহযোগিতায় আগামী প্রজন্মকে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সকলের সহযোগিতা চাই। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন এবং আমার ভুল ত্রুটি হলে আমাকে অবগত করবেন।

এসময় আরো বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফারুক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক আবদুল কুদ্দুস, সাবেক সভাপতি জাকিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সাবেক সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, সাংবাদিক ইসমাইল হোসেন প্রমুখ।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তাফা রুবেল। এ সময় সিরাজগঞ্জ ও বেলকুচির প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

এরআগে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেন বেলকুচি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জি মো: আমিনুল ইসলাম সরকার, ভাইস চেয়ারম্যান ফারুক সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর