রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মনোহরগঞ্জে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক শেরপুরে অটোরিকশা চালক বাবার শিশু কন্যা আয়শা সিদ্দিকা বাঁচতে চায়, তার হার্টে ছিদ্র-বাল্বেও সমস্যা  জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট এর নতুন মহাসচিব মোঃ সোয়েব রহমান। শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পর ডোবা থেকে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার । আল ইসলাহ একতা কল্যাণ সংস্থার উদ্যোগে শাহপরান থানা ওসির সাথে উন্মুক্ত আলোচনা সভা। সাজাপুর ফুলতলা সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাদি হত্যার প্রতিবাদে ভুরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল তাহিরপুরে আ,লীগের ডেভিলরা প্রকাশ্যে চলাচল ক্ষোভ বিএনপি নেতার ষ্ট্যাটাস সৎ মানবাধিকার সংবাদকর্মী বগুড়ার জেলার লতিফুর রহমান আর নেই, বিভিন্ন মানবাধিকার নেতাদের শোক। তাহিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হিন্দু পরিবারের বোরো জমি দখল

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা বোর্ড বাতিলের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি / ১১২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪



নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা বোর্ড বাতিলের দাবিতে এবং সমিতির বিভিন্ন অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বড়াইগ্রামে বনপাড়ায় সমিতির সদর দপ্তরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকালে বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, যুব নেতা মিজানুর রহমান, শিক্ষার্থী মঈন উদ্দিন, পলাশ, টুটুল ও শাহীন জামাল বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ইতিপূর্বে গোপনে এক দলীয় লোকজন নিয়ে সমিতি বোর্ড গঠণ করা হয়েছে। এ বোর্ডের সদস্যদের বিরুদ্ধে নানা রকম অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।

এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধেও মিটার রিডিং না করেই প্রকৃত বিলের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বিল আদায়সহ বিভিন্ন রকম অনিয়ম করছেন। অবিলম্বে এসব অনিয়ম বন্ধ করাসহ সমিতি বোর্ড বাতিল করে যোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন ভাবে বোর্ড গঠণ করতে হবে। অন্যথায় আগামী দিনে আরো বৃহত্তর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।

এ ব্যাপারে জানতে চাইলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী বিপ্লব কুমার সরকার বলেন, দুপুরে ছাত্র-জনতার পক্ষে একটি টিম এসে সমিতি বোর্ড ভেঙ্গে দেয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছে। আমরা এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর